Mamata Banerjee at Teachers Meeting: ‘আমার কথা ট্যাপ করে…” মমতার মুখে অন্য কথা

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো : কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২৬ হাজার জনের চাকরি বাতিলের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত (Supreme Court)। এই রায় ঘোষণার পরেই বাংলা জুড়ে ঝড় উঠেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Teachers Meeting)। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় চাকরিহারাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সমাবেশ ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)। সেখান থেকেই রাজ্যের পূর্বের সরকার ও রাজ্যের বিরোধী দলকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে মমতার হুঙ্কা দিয়েছেন, “আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।” সেই সঙ্গে আনলেন তাঁকে জেলে ভরার প্রসঙ্গ।

এদিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে একাধিক মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কথা নিয়ে পরবর্তীতে কি হতে পারে তার আভাসও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “আমার কথা ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন, আমাকে যাতে জেলে ভরা যায়।” এর পরেই তিনি বলেন, “আমি ল জানি, আমিও আইনজীবী হিসাবে অনেকগুলো কেস করেছি। আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। যাঁরা এখন চাকরি করছেন, তাঁরা এখন কী করবেন? যাঁরা স্কুলে যেতেন, যাঁরা আজও স্কুলে যাচ্ছেন, তাঁদের জন্য কী ক্ল্যারিফিকেশন? স্কুলগুলো কারা চালাবে? এটা জানতে চাইব।” মুখ্যমন্ত্রী বলেছেন, , “আমাদের সংকটের মধ্যে এসে দাঁড় করিয়েছেন। আপনাদের শোকে আমরা পাথর হয়ে গিয়েছি। একথা বলার জন্য আমাকে জেলে ভরাও হতে পারে। আই ডোন্ট কেয়ার। আমি লাল, নীল, হলুদ, সবুজ দেখি না। আমি কারও দায় ঝেড়ে ফেলতে পারি না। আমি কেস স্টাডি করে দেখছিলাম। এখনও সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্য বলতে পারেনি। আসুন আমরা বঞ্চিত ও যোগ্য দু’ভাগে ভাগ করি। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। মুখ মুখোশ বুঝতে হবে। প্রথমে সিঙ্গল বেঞ্চে একাদশ-দ্বাদশ বাতিল করে দেওয়া হয়। এরপর ডিভিশন বেঞ্চে যাই। সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। সহযোগিতা করেছিলাম। যোগ্য ব্যক্তির যাতে চাকরি না যায়, তা আমরা সবসময় চাই।”

আরও পড়ুনঃ Mamata Banerjee : “আমি বেঁচে থাকতে কারও চাকরি খেতে দেব না!”

চাকরিহারাদের সঙ্গে বৈঠকে (Mamata Banerjee at Teachers Meeting) শীর্ষ আদালতের রায় নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “এই রায়ের পিছনে কোনও খেলা তো নেই? সুপ্রিম কোর্ট বলেনি, কে যোগ্য কে অযোগ্য, সরকারকে যোগ্য অযোগ্য করে দেওয়ার সুযোগ দেয়নি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সুযোগও দেয়নি।”ঐতিহাসিক ‘সুপ্রিম রায়ে’ চাকরি খোয়ানো শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) দাবি করেন, তিনি কোনও রং দেখবেন না। বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। লাল, নীল, গেরুয়া, কোনও রংই দেখব না আমি। আমাকে জেলে ভরলে ভরুক।” এরই সঙ্গে যোগ করেছেন, “যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন অনুযায়ী যা করার করব।” মমতা জানিয়েছেন, অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদী, প্রশান্ত ভূষণরা রাজ্য সরকারের হয়ে যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই লড়বেন। তিনি বলেন, “এই কেসটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মত লড়ব।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr