নিউজ পোল ব্যুরো: সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), যেখানে তিনি উন্মোচন করেছেন দুটি অত্যাধুনিক ভাষা মডেল Llama 4 Scout এবং Llama 4 Maverick। এই মডেলগুলি মেটার (Meta) Llama সিরিজের সর্বশেষ আপডেট (Update) হিসেবে এসেছে এবং তারা Google-এর Gemini এবং OpenAI এর ChatGPT 4 এর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। মেটার (Meta) এই মডেলগুলির লক্ষ্য শুধু প্রক্রিয়া নয় বরং একাধিক মিডিয়া ফরম্যাট যেমন টেক্সট, ভিডিও, ছবি এবং অডিও প্রক্রিয়া করা।
আরও পড়ুন: Instagram Feature: বড় সুখবর, Instagram-এ আসছে নতুন ফিচার
মেটার Llama মডেল সিরিজ এমন এক মাল্টিমডাল এআই সিস্টেম যা শুধু ভাষা বুঝতে নয়, পাশাপাশি ভিজ্যুয়াল, অডিও এবং অন্যান্য মাধ্যমেও কার্যক্ষম। এর ফলে Llama 4 Scout এবং Llama 4 Maverick অত্যন্ত শক্তিশালী এবং স্মার্ট মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। যা বিভিন্ন প্রযুক্তিগত প্রয়োজনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এসব মডেল মাল্টিমডাল ফরম্যাটে ডেটা প্রক্রিয়া করে যা শুধু লেখার মাধ্যমে নয় ভিডিও এবং ছবিও বিশ্লেষণ করতে সক্ষম।
মেটা তার নতুন মডেলগুলো ওপেন সোর্স হিসেবে চালু করতে যাচ্ছে। যা ডেভেলপারদের (Developer) জন্য অনেক বড় সুযোগ সৃষ্টি করবে। ওপেন সোর্সের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলোর উন্নতি সাধন করতে পারবেন। মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ভিডিও বার্তায় জানান যে, এই মডেল দুটি এআই এর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আসছে। এছাড়া, মেটা আরও একটি অত্যাধুনিক মডেল, Llama 4 Behemoth তৈরি করছে, যা দাবি করা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী LLM (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়া মেটা আরও বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এআই প্রযুক্তিতে অব্যাহত উদ্ভাবনের জন্য ২০২৫ সালে মেটা তার গবেষণা ও উন্নয়নে প্রায় ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে মেটা বিশ্বজুড়ে প্রযুক্তির গতিপথ পাল্টাতে ও নতুন প্রযুক্তিগত উন্নতির দ্বার খুলে দিতে প্রস্তুত।