নিউজ পোল ব্যুরো: চৈত্র মাসে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ কার্যত হাঁসফাঁস করছেন প্রখর রোদের তাপে। গরমের দাপটে জনজীবন অতিষ্ঠ। যদিও আবহাওয়া দফতরের (Monday Weather) পূর্বাভাস কিছুটা আশার আলো দেখাচ্ছে—আগামী চারদিন ধরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। তবে বৃষ্টির হাত ধরে স্বস্তি আসছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আবহাওয়াবিদদের মতে, পশ্চিম দিক থেকে ঢোকা শুষ্ক, উষ্ণ বায়ু এবং সমুদ্রের জলীয় বাষ্প মিলেমিশে এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে বৃষ্টি হলেও ঘাম ঝরানো অস্বস্তি থেকে রেহাই মিলবে না (Humidity, Heatwave)।
আরও পড়ুন:- Weather Bengal Forecast: দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি! বৃষ্টির সম্ভাবনা কবে?
সোমবার থেকে (Monday Weather) বৃষ্টির পর্ব শুরু হতে চলেছে কলকাতা (Kolkata Weather) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া (Gusty Wind)। শুক্রবার পর্যন্ত বজায় থাকবে এই আবহাওয়া। সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তীব্রতা বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের (Howrah, Hooghly, Medinipur, Bankura, Purulia, Jhargram) মতো জেলায় বজ্রঝড়সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। কালবৈশাখীর (Kalboishakhi Storm) ইঙ্গিতও মিলেছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন থাকবে প্রায় ২৬ ডিগ্রির আশেপাশে (Temperature Update)।
সোমবার উত্তরবঙ্গের (Monday Weather) বিভিন্ন জেলায়ও মিলতে পারে বৃষ্টির ছোঁয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর (Darjeeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Cooch Behar, Malda) জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে (Scattered Rain)। সব জেলায় না হলেও কিছু অংশ ভিজবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই মুহূর্তে দেশে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Pan India Weather Alert)। সব মিলিয়ে, চৈত্রের শেষ ভাগে এসেও গরমে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিলেও, আদতে দক্ষিণ ও উত্তরবঙ্গবাসীকে প্রস্তুত থাকতে হবে আরও কিছুদিনের জন্য অসহনীয় অস্বস্তির মুখোমুখি হওয়ার জন্য।