SSC Panel: পাস নিয়ে বিতর্ক! চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল নেতাজি ইন্ডোরে

কলকাতা রাজনীতি রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়। যেখানে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সম্পূর্ণ প্যানেল বাতিল (SSC Panel) করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষকের চাকরি চলে গেছে। যা রাজ্যে একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে। এই সংকটকালীন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাকরিহারাদের (SSC Panel) পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: 2016 SSC Panel: রাজ্যে চাকরি হারানোদের তালিকা

মুখ্যমন্ত্রী সোমবার দুপুর ১২টা নাগাদ নেতাজি ইন্ডোরে (Netaji Indoor) চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশের সঙ্গে বৈঠকে বসবেন। তবে, বৈঠকের পাস না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরের বাইরে তারা পাস বিক্রি হওয়ার অভিযোগ তোলেন। যা নিয়ে পুলিশের সঙ্গে তাদের বচসাও হয়। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, যখন তাদের চাকরি চলে গেছে এবং তারা এখন প্রায় নিঃস্ব, তখন বৈঠকে অংশগ্রহণের ক্ষেত্রে বিভাজন কেন? একদিকে তারা নিজেদের দাবিতে একত্রিত, অন্যদিকে সরকার তাদের পাশে দাঁড়ানোর কথা বললেও বাস্তবে তারা বৈঠকে অংশগ্রহণ করতে পারছেন না।

আরও পড়ুন: 2016 SSC Panel: ‘দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’, চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন সুকান্ত-বিকাশরঞ্জন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি প্যানেলের বাতিলের (SSC Panel)পর রাজ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে রাজনৈতিক বিরোধীরা মমতার সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল হন, তবে এর ফলেও সরকারের ভাবমূর্তি হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কেননা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তার সরকারের উপর অনেক দিন ধরেই রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)কীভাবে এই সংকট মোকাবিলা করবেন এবং রাজ্যের জনগণের মনোযোগ কেড়ে নেবেন তা নিয়েই রাজনৈতিক বিশ্লেষণ চলছে।