SSC Scam: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব শিক্ষক সমাজ

জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে (Resignation Demand)অবস্থান বিক্ষোভে যোগ দিলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং সদর ব্লক কংগ্রেস কমিটির ডাকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখানেই অংশ নেন সদ্য চাকরি হারানো শিক্ষক দেবপ্রিয় সাহা। তিনি হতাশার হয়ে জানান, “আজ কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকে ইনডোর স্টেডিয়ামে যে সভা হয়েছে, সেখানে যাইনি। কারণ, উনি এর আগেও বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারে যোগ্য ও অযোগ্যদের পৃথক করেননি। বরং উনি মিশিয়ে দিয়েছেন, যার ফলে আমাদের চাকরি খোয়াতে হয়েছে।” দেবপ্রিয় সাহা জানান, “আমি ও আমার স্ত্রীর চাকরি চলে গিয়েছে। যদি আজ সরকার মায়নাও বন্ধ করে দেয়, তাহলে আমাদের মতো মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে।” তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন আর মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখা সম্ভব নয়।

আরও পড়ুন:- Shantipur: বিনা নোটিশে স্মার্ট মিটার! ক্ষুব্ধ স্থানীয়রা

প্রসঙ্গত, সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium Meeting) এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোদের সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর (Eligible Teachers’ Forum) ডাকে একটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কথা ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, যাতে আমাকে জেলে ভরা যায়—আমি জানি।” তিনি আরও বলেন, “যারা এখন চাকরি করছেন, তাঁরা কী করবেন? স্কুলগুলো কে চালাবে? (SSC Scam) আমরা একটা স্পষ্টীকরণ চাইব। আমরা যোগ্য ও বঞ্চিতদের আলাদা করতে চাই, মুখ ও মুখোশ চিনতে হবে।”মুখ্যমন্ত্রী এদিন জানান, “আমার হাতে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতাও নেই। আমি অনেক কেস করেছি। আমরা প্রথমে সিঙ্গল বেঞ্চে গিয়েছিলাম, যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ বাতিল হয়। পরে ডিভিশন বেঞ্চে গিয়ে সিবিআই তদন্তে সহযোগিতা করেছি। আমাদের চাওয়া, যোগ্যরা যেন চাকরি ফিরে পান।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে (SSC Scam)। এই রায়ের পর থেকেই রাজ্যজুড়ে উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে এবং রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলনের ঢেউ উঠছে।