নিউজ পোল ব্যুরো : সুপ্রিম রায়ে হঠাৎ করেই জীবিকাহীন ওঁরা। বারবার দাবি তুলছেন, যোগ্যতার নিরিখে চাকরি ফিরিয়ে দিতে হবে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীকে কতটা পাশে পাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা? রবিবার ছিল রাম নবমী (Ram Navami)। সেই আবহের রেশ কাটতে না কাটতেই আজ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় চাকরিহারাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সমাবেশ রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বভাবতই মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এদিনের বৈঠক কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই চোখ সকলের।
আরও পড়ুনঃ Anubrata Mondal: ত্রিশূল হাতে পথে কাজল, রাম নবমীতেও নির্দিষ্ট দূরত্ব বজায় কেষ্টর
রবিবার রাম নবমীতেও ব্যতিক্রমী কোনও ছবি ধরা পড়ল না শহীদ মিনারের পাদদেশে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গত বছর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল হাইকোর্ট। সম্প্রতি সেই রায়ই বহাল থেকেছে সুপ্রিম কোর্টে। যার জেরে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। এঁদের একটা বড় অংশ রবিবারও একত্রিত হয়েছিলেন শহীদ মিনারের পাদদেশে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে তাঁদের প্রশ্ন এক নয়। বরং একাধিক।
কেন ওএমআর (OMR) শিটের মিরর ইমেজ পাওয়া গেল না? কেন আলাদা করা গেল না যোগ্য এবং অযোগ্যদের? এইসব প্রশ্ন তোলার পাশাপাশি আগামী বছরের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, “প্রতিটি রাজনৈতিক দলকে বলছি এবং সরকারকে বলছি, আপনারা আমাদের কোনও রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচনে কাউকে লড়তে দেব না। আমাদের শবদেহের উপর দিয়ে নির্বাচন করতে হবে আপনাদের।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এই উত্তপ্ত আবহেই আজ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা। মনে করা হচ্ছে, নেতাজি ইনডোরে এদিন মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি জানাতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে খোদ স্কুল সার্ভিস কমিশনই (SSC)। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী এইসমস্ত বিষয়ের মোকাবিলা কীভাবে করেন সেটাই দেখার।