Atrai River: কেন শুকিয়ে যাচ্ছে আত্রাই?

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আপনি কি জানেন? আত্রাই নদী (Atrai River) আজ বিপর্যয়ের দ্বারপ্রান্তে? নদীর জল শুকিয়ে যাওয়ার কারণে শুধু পরিবেশই নয়, ভুগছে স্থানীয় বাসিন্দারাও।এদিকে, ম্যানচেস্টার ইউনিভার্সিটির (Manchaster University) একদল গবেষক, অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে এই জল সংকটের (Water Crisis) গভীরে পৌঁছাতে এবং তার প্রভাব বিশ্লেষণ করতে বালুরঘাটে (Balurghat) এসে পৌঁছেছেন। তারা সরেজমিনে পরিদর্শন করছেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন। নদী বাঁচানোর উপায় খুঁজে বের করার জন্য কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: Digha: ৩০০ বছরের রহস্য! অন্ধকারেও জেগে আছে এক শক্তি, যা আপনাকে টানবেই

আত্রাই নদীর (Atrai River) জল কমে যাওয়ার কারণে তার আশপাশের পরিবেশে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সম্প্রতি বালুরঘাটে (Balurghat) এলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির (Manchaster University) অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে একদল পরিবেশবিদ ও গবেষক। মঙ্গলবার তারা আত্রাই নদীর (Atrai River) তীরে “এসো নদীর সাথে চলি” শীর্ষক একটি পর্যালোচনায় অংশগ্রহণ করেন এবং নদীটির অবস্থান সরেজমিনে পরিদর্শন করেন।

অধ্যাপক মাহবুব শাহানা জানান, “আমরা পর্যবেক্ষণ করছি যে আত্রাই নদীর জল ক্রমশ শুকিয়ে যাচ্ছে, এবং এর পেছনে কী কারণ রয়েছে তা বিশ্লেষণ করতে এসেছি। বাংলাদেশে রবার ড্যাম ও বালুরঘাটে (Balurghat) চেক ড্যাম রয়েছে, সেগুলিও পরিদর্শন করছি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছি। জানছি নদীর জল কমে যাওয়ার ফলে তাঁদের জীবনে কী ধরনের প্রভাব পড়েছে। পরিবেশের দিক থেকেও কী ধরনের পরিবর্তন ঘটছে, তা আমরা বিস্তারিতভাবে অধ্যয়ন করছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল (Tuhin Subhra Mandal) মন্তব্য করেন, “ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে যেভাবে আত্রাই নদী সহ রাজ্যের বিভিন্ন নদী নিয়ে গবেষণা চলছে, এটাই আমাদের কৃতজ্ঞতা। তাদের সংগ্রহ করা তথ্য রাজ্য সরকারকেও প্রদান করা হবে, যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।”