Blast: বিজেপি নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজি, ঘটনাস্থলে ফরেন্সিক দল

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি নেতার (BJP Leader) বাড়ির সামনে বোমাবাজি (Blast)। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি পর্যবেক্ষণ করছে এবং তদন্ত করে দেখা হচ্ছে এটি গ্রেনেড হামলা (grenade attack) নাকি অন্য কিছু।

তবে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে। জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর সাংবাদিকদের বলেন, “রাত ১টার দিকে আমরা এখানে বিস্ফোরণের খবর পেয়েছি, এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। ফরেনসিক দল বিষয়টি তদন্ত করছে। আমরা সিসিটিভিও পর্যবেক্ষণ করছি.। ফরেনসিক দল তদন্ত করছে এটি গ্রেনেড হামলা নাকি অন্য কিছু। তা খতিয়ে দেখা দেখা হচ্ছে। বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া ঘটনা নিয়ে বলেছেন, তিনি বজ্রপাতের মত শব্দ শুনেছেন। তাঁর কথায়, “রাত ১টার দিকে একটা বিস্ফোরণ হলো। আমি ঘুমাচ্ছিলাম, আর ভাবলাম বজ্রপাতের শব্দ। পরে আমাকে জানানো হলো যে একটা বিস্ফোরণ হয়েছে। এরপর আমি আমার নিরাপত্তা কর্মীকে থানায় পাঠাই। সিসিটিভি দেখে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও এখানে উপস্থিত।

আরও পড়ুনঃ PM Modi in Sri Lanka: মোদীর কূটনৈতিক চালে মুক্তি পেলেন জেলবন্দি ভারতীয়রা

অন্যদিকে, জলন্ধরের ডেপুটি কমিশনার অফ পুলিশ মনপ্রীত সিং ঘটনাটি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “ফরেনসিক দল এলাকাটি পরিদর্শন করে রিপোর্ট দেবে।” পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন ব্যক্তি একটি ই-রিকশা থেকে একটি অজ্ঞাত বস্তু ছুঁড়ে মারতে আসছেন এবং পরে একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। প্রথমে সন্দেহভাজন ব্যক্তি কালিয়ার বাসভবনের পাশ দিয়ে যাওয়ার পর, তারপর ইউ-টার্ন নিয়ে একটি বিস্ফোরক নিক্ষেপ করেন। হামলার (Blast) সময় বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বাড়ির ভিতরে ছিলেন বলেই তিনি অক্ষত রয়েছেন। কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT