BJP President: শরীরে বুলেটের ক্ষত, উদ্ধার বিজেপি সভাপতির নিরাপত্তারক্ষীর দেহ

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: গুলিবিদ্ধ অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার রাজ্য বিজেপি সভাপতির (BJP President) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) জওয়ান। ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। রাজ্য বিজেপির সভাপতির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার পাটনার এমএলসি ফ্ল্যাটে বিহারের (Bihar) বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়ালের (Dilip Jaiswal) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীর গুলিবিদ্ধ অবস্থায় দেহ উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহ করছে যে ৪৫ বছর বয়সী আশুতোষ কুমার মিশ্র (Ashutosh Kumar Mishra) তার সার্ভিস রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ এমএলসি ফ্ল্যাট ২১ থেকে উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটেই বিহারের বিজেপি সভাপতির নিরাপত্তায় নিয়োজিত সকল কর্মী থাকেন। এসডিপিও (সচিওয়ালয়-১) অনু কুমারী বলেন, “বিজেপি নেতার ফ্ল্যাটটিও তার পাশেই অবস্থিত। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। সচিওয়ালয় থানা তদন্ত শুরু করেছে।”

আরও পড়ুনঃ Hyderabad Twin Blasts: হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ কাণ্ডে ৫ জনের ফাঁসির সাজা দিল আদালত

অন্য একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “মনে করা হচ্ছে আশুতোষ কুমার মিশ্র সার্ভিস রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জয়সওয়ালের নিরাপত্তা দলের দায়িত্বেও ছিলেন। যে স্থান থেকে তার মৃতদেহ পাওয়া গেছে সেখান থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে।” তবে পুলিশ জানিয়েছে রাজ্য বিজেপি সভাপতির (BJP President) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) জওয়ানের ময়নাতদন্তের রিপোর্ট আসলে আসল কারণ যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT