Hyderabad Twin Blasts: হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ কাণ্ডে ৫ জনের ফাঁসির সাজা দিল আদালত

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০১৩ সালে হায়দরাবাদে ভয়াবহ বিস্ফোরণের (Hyderabad Twin Blasts) ঘটনায় পাঁচজন অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল তেলেঙ্গানা হাই কোর্ট। ২০১৩ সালের জোড়া বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৮ জন । ওই ঘটনাতে দোষীদের ফাঁসির সাজা দিয়েছিল এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কোর্ট। সেই রায়ই বহাল রাখল তেলেঙ্গানা হাই কোর্ট।

বিচারপতি কে. লক্ষ্মণ এবং বিচারপতি পি. শ্রী সুধার ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে ঘোষিত একটি বিশেষ এনআইএ আদালতের আদেশকে চ্যালেঞ্জ করা দোষীদের দায়ের করা আপিল খারিজ করে দেয়। ২০১৩ সালের দিলসুখনগর বোমা বিস্ফোরণে ১৮ জনের মৃত্যুর পাশাপাশি ১৩১ হন আহত হয়েছিলেন। মঙ্গলবার তেলেঙ্গানা হাই কোর্ট, বোমা বিস্ফোরণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তির দায়ের করা ফৌজদারি আপিল আবেদন খারিজ করে দেয়। পাঁচজন দোষী ইন্ডিয়ান মুজাহিদিনের কর্মী ছিল বলে অভিযোগ। তাদের আপিল আবেদন খারিজ করার সঙ্গে সঙ্গে এনআইএ বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ড হাইকোর্ট দ্বারা নিশ্চিত করা হয়েছে। হাইকোর্ট ট্রায়াল কোর্টের দেওয়া পাঁচজন দোষীর উপর আরোপিত শাস্তিও নিশ্চিত করেছে। এদিন ২০১৬ সালে ফৌজদারি আপিল আবেদন দাখিল করা হয়েছিল। আবেদনকারীরা হাইকোর্টকে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর বিশেষ আদালতের দেওয়া রায় বাতিল করার কথা জানিয়েছিল। তবে সেই আবেদনে সাড়া দিল না আদালত। দিলসুখনগর বোমা বিস্ফোরণ মামলাটি এনআইএ তদন্ত করেছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযুক্তরা হলেন আহমেদ সিদ্দিবাপ্পা জারার ওরফে ইয়াসিন ভাটকাল, আজাজ শেখ, জিয়া উর রহমান ওরফে ওয়াকাস, আসাদুল্লাহ আক্তার ওরফে হাদ্দি ও মোহাম্মদ তাহসিন আক্তার ওরফে হাসান।

আরও পড়ুনঃ Rahul Gandhi বাংলায় চাকরি বাতিল নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি রাহুলের

মামলার প্রথম অভিযুক্ত মোহাম্মদ রিয়াজ ওরফে রিয়াজ ভক্তল এখনও পলাতক। ইয়াসিন ভাটকল বিস্ফোরণের মূল অভিযুক্ত এবং প্রধান অভিযুক্ত রিয়াজ ভাটকলের ভাই, যিনি পলাতক এবং পাকিস্তানে লুকিয়ে আছেন বলে সন্দেহ করা হয়েছে। এনআইএ ইতিমধ্যেই তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করেছে। ভাটকল ভাইরা কর্ণাটকের ভাটকল শহরের বাসিন্দা, রেহমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুস্তাফাবাদের বাসিন্দা, আসাদুল্লাহ আখতার উত্তর প্রদেশের বাসিন্দা এবং তাহসিন আখতার এবং আইজাজ সাইদ যথাক্রমে বিহার এবং মহারাষ্ট্রের বাসিন্দা। তদন্ত সংস্থা মামলায় তিনটি চার্জশিট দাখিল করেছিল। ১৬ জুলাই, ২০১৫ তারিখে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল এবং একই বছরের ২৪ আগস্ট বিচার শুরু হয়েছিল। বিচার চলাকালীন আদালত মোট ১৫৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। ২০১৩ সালের ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় দিলসুখনগরের ১০০ মিটার দূরত্বে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) দিয়ে দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি দিলসুখনগরের ১০৭ বাস স্টপে এবং দ্বিতীয়টি ছিল এ১ মিরচি সেন্টারের কাছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT