PM Modi in Sri Lanka: মোদীর কূটনৈতিক চালে মুক্তি পেলেন জেলবন্দি ভারতীয়রা

দেশ

নিউজ পোল ব্যুরো: রবিবার শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরার ঠিক আগে দ্বীপরাষ্ট্রের জেল থেকে মুক্তি পেলেন ১৪ জন ভারতীয় মৎসজীবী (Indian Fishermen)। প্রধানমন্ত্রীর (PM Modi in Sri Lanka ) হস্তক্ষেপেই সম্ভব হল এই মানবিক পদক্ষেপ। শুক্রবার, থাইল্যান্ড হয়ে তিন দিনের শ্রীলঙ্কা সফরে (Sri Lanka Visit) গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রে পা রাখার পরই তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করে শ্রীলঙ্কা সরকার। প্রেসিডেন্ট দিশানায়েক (President Dissanayake)-এর নেতৃত্বাধীন প্রশাসনের তরফে মোদীর প্রতি এই সম্মান প্রমাণ করে ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের গভীরতা।

আরও পড়ুন:- Chinese Airbase in Bangladesh: ৭০০ একর জমি চিনের হাতে? বাংলাদেশের সিদ্ধান্তে রুষ্ট ভারত!

এই সফর শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ ও চুক্তি সাক্ষরে সীমাবদ্ধ ছিল না। বরং সফরের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের একটি জ্বলন্ত সমস্যা—মৎসজীবীদের (Fishermen Dispute) আটক হওয়ার বিষয়টি। মাঝেমধ্যেই ভারত ও শ্রীলঙ্কার মৎসজীবীরা ভুলবশত আন্তর্জাতিক জলসীমা (International Maritime Boundary Line) অতিক্রম করে ফেলেন এবং শ্রীলঙ্কা নৌসেনার (Sri Lanka Navy) হাতে বন্দি হন। এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও সৃষ্টি করে। গত বছরও বহু ভারতীয় মৎসজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা। এমন প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রী মোদীর (PM Modi in Sri Lanka) সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার অনুরাধাপুরে (Anuradhapura) দুটি গুরুত্বপূর্ণ ভারতীয় রেল প্রকল্প (Anuradhapura Railway Project) উদ্বোধনের সময় এই মৎসজীবীদের বন্দিত্ব নিয়ে আলোচনা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েককে স্পষ্টভাবে জানান, এই বিষয়ে মানবিক দৃষ্টিকোণ গ্রহণ করা উচিত। মোদী বলেন, “এই সমস্যার একটা স্থায়ী এবং মানবিক সমাধান জরুরি, কারণ এই মৎসজীবীরা শুধুমাত্র নিজেদের জীবিকা নির্বাহ করতেই সমুদ্রে পাড়ি জমান, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়।”এই আলোচনার ফলেই রবিবার মুক্তি পায় ১৪ জন ভারতীয় মৎসজীবী। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী (Foreign Secretary Vikram Misri) জানিয়েছেন, “এই সফরে মৎসজীবীদের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে মোদী ও দিশানায়েকের মধ্যে। ভবিষ্যতের জন্যও এই আলোচনা ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আমরা আশাবাদী।” এছাড়াও এই সফরে দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি (Defence Agreement) স্বাক্ষরিত হয়। এই চুক্তি ভবিষ্যতে ভারত ও শ্রীলঙ্কার সামরিক সহযোগিতা আরও দৃঢ় করবে। পাশাপাশি স্বাক্ষরিত হয় একাধিক সমঝোতা স্মারক (MoUs), যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

শ্রীলঙ্কার এই উন্নতির জন্যই নরেন্দ্র মোদী রওনা দিয়েছিলেন শ্রীলঙ্কার উদ্দ্যেশ্যে (PM Modi in Sri Lanka)। তবে এই যাত্রা কতটা তাৎপর্যপূর্ণ তা এখনও ভাবিয়ে তুলবে দেশের সকলকে। কিন্তু এমন মন্তব্যের জেরে অসম্ভব কিছু না হোক অন্যকিছু হওয়া অত্যন্ত মুশকিল হবে বলে জানিয়েছে