Jagannath Temple: জগন্নাথ দর্শনে এবার পাঁশকুড়া-দিঘা রুটে স্পেশাল ট্রেন

অফবিট জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলা নতুন বছর অর্থাৎ নববর্ষের আগেই পাঁশকুড়া- দীঘা লাইনে একজোড়া স্টেশন পরিষেবা। উল্লে খ্য, আনন্দের মাত্রা বাড়াতে এবং রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনের আগে পর্যটকদের যাতায়াত সহজ করতে পাঁশকুড়া-দিঘা রেললাইনে (Panskura Digha Railway Line) চালু হতে চলেছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন (Special Local Train Service)। পূর্ব মেদিনীপুর জেলার দুই গুরুত্বপূর্ণ পর্যটন ও যাত্রীঘন এলাকা পাঁশকুড়া ও দিঘার মধ্যে বাড়তে থাকা চাপ সামলাতে এই সিদ্ধান্তে রেল কর্তৃপক্ষের সাড়া প্রশংসনীয়।

আগামীকাল, ৯ই এপ্রিল ২০২৫ থেকে শুরু হবে এই স্পেশাল ট্রেন পরিষেবা, যা চলবে আগামী ৮ই জুন ২০২৫ পর্যন্ত। এই সিদ্ধান্ত রেলযাত্রীদের জন্য যে এক বড়সড় সুখবর (Railway Good News for Passengers), তা বলার অপেক্ষা রাখে না।

ট্রেনের সময়সূচি:
•পাঁশকুড়া থেকে ছাড়বে সকাল ১১টা।
•দিঘায় পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে।
•দিঘা থেকে ট্রেন ছাড়বে দুপুর ২:৫০।
•পাঁশকুড়ায় পৌঁছাবে **বিকেল ৫:৩৫ মিনিটে।

এই সময়সূচি দৈনিক ভিত্তিতে কার্যকর থাকবে। প্রধানত, দীর্ঘদিন ধরেই যাত্রীরা দিঘা-পাঁশকুড়া লাইনে (Digha to Panskura Route) পর্যাপ্ত ট্রেন না থাকায় সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। প্রতিনিয়ত বেড়ে চলা পর্যটকের ভিড় ও স্থানীয় যাত্রীদের যাতায়াতের চাপ সামাল দিতে ট্রেন পরিষেবা বৃদ্ধির দাবি জানিয়ে এসেছিল পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আরও পড়ুন: Khirpai Protest: প্রশাসনের গাফিলতিতে বীমা থেকে বঞ্চিত কৃষকরা

অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ ঘড়া জানিয়েছেন, “বহুদিন ধরেই এই লাইনে ট্রেনের অভাবে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বাংলার নববর্ষ ও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সামনে থাকায় যাত্রীর সংখ্যা যে কয়েক গুণ বাড়বে, তা নিশ্চিত। সেই কথা মাথায় রেখে রেল দপ্তর (Jagannath Temple) এবং পূর্ব মেদিনীপুরের দুই সাংসদ কাঁথির সৌমেন্দু অধিকারী ও তমলুকের অভিজিৎ গাঙ্গুলির কাছে আবেদন জানানো হয়েছিল। রেল কর্তৃপক্ষ সেই আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে এক জোড়া অতিরিক্ত ট্রেন চালু করেছেন। প্রতি বছর এপ্রিল-মে মাসে দিঘা হয়ে ওঠে পর্যটনের অন্যতম গন্তব্য। সমুদ্রতট, হোটেল সংস্কৃতি এবং এবার যুক্ত হচ্ছে জগন্নাথ মন্দির—সব মিলিয়ে পর্যটন উৎসবের নতুন অধ্যায় শুরু হতে চলেছে (Digha Tourism Boost)। এই অবস্থায় পরিবহণের পরিকাঠামো উন্নয়ন, বিশেষত রেল পরিষেবা, হয়ে ওঠে অত্যন্ত প্রয়োজনীয়। তাই রাজ্য সরকারের উদ্যোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT