নিউজ পোল ব্যুরো: শস্য বীমার টাকা না পেয়ে বিক্ষোভে (Khirpai Protest) কৃষকরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের অন্তর্গত ক্ষীরপাইয়ে ঘটনা। ২০২৪ সালের বিধ্বংসী বন্যায় (2024 Flood Damage) যেসব কৃষকেরা ব্যাপকভাবে ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, তারা এখনও পর্যন্ত রাজ্য সরকারের ঘোষিত শস্য বীমার (Crop Insurance) টাকা পাননি। সেই ক্ষোভ থেকেই কৃষকেরা আজ পথে নেমে সরব হলেন।
চাষিদের অভিযোগ, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের জন্য ক্ষতিপূরণ (Compensation for Farmers) ঘোষণা করেছিলেন, তবু তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন। কারণ হিসেবে কৃষকদের দাবি, এলাকার সহ কৃষি অধিকর্তা ফসলের ক্ষতির যথাযথ রিপোর্ট সময়মতো পাঠাননি।
স্থানীয় কৃষক উমাকান্ত মন্ডল জানান, “বন্যার ফলে আমাদের চাষ একেবারে ধ্বংস হয়ে যায়। সরকার ক্ষতিপূরণের কথা বললেও আমরা এখনও কিছুই পেলাম না। সরকারি আধিকারিকের গাফিলতির কারণে আমরা ন্যায্য টাকা থেকে বঞ্চিত হলাম। যদি ঠিকমতো তথ্য পাঠানো হতো, তাহলে আজ আমাদের হাতেও শস্য বীমার টাকা থাকত।”
আরও পড়ুন: SSC 2025: চাকরি গেলেও ছাত্র প্রশিক্ষণে লড়ছেন এই শিক্ষক!

এদিকে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তা একপ্রকার দায় এড়িয়ে বলেন, “এটা আমাদের ব্লকের বিষয় নয়। আমরা আমাদের কাজ করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি জেলা দফতরে। জেলা প্রশাসন কী করেছে বা করেনি, সেটা আমি জানি না।” এই কথার পরেই কৃষকদের মধ্যে ক্ষোভ তীব্র হয়ে ওঠে। তারা প্রথমে সহ কৃষি অধিকর্তাকে ডেপুটেশন দিয়ে রিপোর্টের ভুলের বিষয়ে জবাবদিহি চান। এমনকি কৃষকদের একাংশ ওই আধিকারিকের পদত্যাগ দাবি করেন।
পরবর্তীতে উত্তেজনা চরমে পৌঁছায় যখন কৃষকেরা কৃষি অধিকর্তার অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন। শুধু এখানেই থেমে থাকেননি তারা। পরে ক্ষীরপাইয়ের রাজ্য সড়কে (State Highway Blockade) নেমে আসে প্রতিবাদী কৃষকেরা। প্রায় কয়েক ঘণ্টা রাস্তায় অবরোধ চলতে থাকে, যার ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ (Khirpai Police) দ্রুত পৌঁছায় এবং কৃষকদের সঙ্গে আলোচনায় বসে। প্রশাসনের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর সেই অবরোধ প্রত্যাহার করা হয়। এই ঘটনার পর গোটা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে (Khirpai Protest) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT