নিউজ পোল ব্যুরো: কলকাতায় (Kolkata) এমন দুর্ঘটনা নতুন নয় কিন্তু সেই দুর্ঘটনার সঙ্গে যদি থাকে সেলিব্রিটিরা (Tollywood Celebrity) তাহলে সেই দুর্ঘটনা অন্য মাত্রা পেয়ে যায়। তৈরি হয় বিতর্ক। রেশও থাকে বেশ কিছুদিন। ঠাকুরপুকুর (Thakurpukur) কাণ্ডেও হলো না ব্যতিক্রম। শনিবার রাতে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে (Thakurpukur) ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা, যা টলিউডের (Tollywood) অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হঠাৎই লক্ষ করেন, প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাজারে, উঠে গেল ফুটপাতে। মুহূর্তের মধ্যে এই দুর্ঘটনায় সাত থেকে আটজন পথচারী আহত হন এবং পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Mallika Banerjee)।
আরও পড়ুন: Rupanjana Mitra: “আমাদের ইন্ডাস্ট্রি এমন নয়!” ঠাকুর পুকুর কাণ্ডে বিস্ফোরক রূপাঞ্জনা মিত্র
সূত্রের খবর, গাড়িটিতে টলিউডের (Tollywood) বেশ কিছু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অভিনেতা আরিয়ান ভৌমিক, পরিচালক সিধান্ত দাস, প্রযোজক শ্রিয়া বসু সহ আরো কিছু নাম ঘুরে বেড়াচ্ছে সংবাদমাধ্যমে। যদিও অভিনেতা আরিয়ান দাবি করেছেন, তিনি নিজের গাড়িতে ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
নিউজপোল বাংলার (News Pole Bangla)তরফ থেকে জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallika Banerjee) এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। মল্লিকা (Mallika Banerjee) বলেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। খুবই দুঃখজনক একটি ঘটনা। যার বাড়ি থেকে যে বাবাকে হারিয়েছে তার জন্য খুবই মর্মাহত। কিন্তু যে ঘটনাটি ঘটেছে খুবই নক্কারজনক একটি ঘটনা। যেহেতু পরিচালক আমাদের ইন্ডাস্ট্রির লোক। তার জন্য এই ঘটনা আমাদের কাছে খুবই লজ্জাজনক। আরও একটি কথা ‘ড্রিংক অ্যান্ড ড্রাইভ’ (Drink and Drive) রুলসের মধ্যে পড়ে না। যা হয়েছে খুবই দুঃখজনক। এটা মুখে বলে প্রকাশ করতে পারবো না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা নিয়ে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটা পুলিশ তদন্ত করবে। যদি মদ্যপ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে থাকে আমার তরফ থেকে কোনো মার্সি নেই ওনার প্রতি। তবে এমন ঘটনা আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়। সব ইন্ডাস্ট্রিতেই হতে পারে। সর্বশেষে তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত একজন পাকা পরিচালক। মদ্যপ অবস্থায় তিনি যদি গাড়ি চালিয়ে থাকেন তাহলে খুব অন্যায় কাজ করেছেন।“