Rahul Gandhi বাংলায় চাকরি বাতিল নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি রাহুলের

breakingnews কলকাতা দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার ২৬ হাজার শিক্ষকের চাকরি (Bengal Teachers) এক লহমায় বাতিল হয়েছে। যা নিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠেছে। বিরোধীরা শাসক তৃণমূলের (TMC) বিরুদ্ধে বড় হাতিয়ার পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই। অন্যদিকে কেন্দ্রে বিজেপির বিরোধীতায় তৃণমূলের সঙ্গে জোটে থাকলেও বাংলায় চাকরি বাতিলের ঘটনার পর বিরোধীতায় সরব হয়েছে কংগ্রেস (Congress)। এবার চাকরি বাতিল নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) হস্তক্ষেপ চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। চাকরি বাতিল ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন কংগ্রেস নেতা।

রাষ্ট্রপতির কাছে লেখা এক চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, এই ধরনের গণ-বরখাস্তের ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী পর্যাপ্ত শিক্ষক হারাবে এবং শিক্ষকদের সেবা করার মনোবল নষ্ট হবে। আদালতের সিদ্ধান্তের ফলে প্রভাবিত যোগ্য শিক্ষকদের একটি প্ল্যাটফর্ম, শিশুশিক্ষা অধিকার মঞ্চের একটি প্রতিনিধিত্ব দল রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরেই কংগ্রেস নেতা রাষ্ট্রপতির কাছে এই চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) অধীনে ২৫,০০০ এরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করার জন্য সুপ্রিম কোর্ট গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রেখেছে। যেখানে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তার পরেই রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাগা লিখেছেন, “নিয়োগের সময় সংঘটিত যেকোনো অপরাধের নিন্দা করা উচিত, এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। তবে, ন্যায্য উপায়ে নির্বাচিত শিক্ষকদের সঙ্গে অযোগ্য শিক্ষকদের সমান আচরণ করা একটি গুরুতর অবিচার।” এক্স হ্যন্ডেলে চিঠির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বিচার বিভাগ কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষক চাকরি হারিয়েছেন, এই বিষয়ে আমি ভারতের মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুজির কাছে সদয় হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখেছি।ন্যায্য উপায়ে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহালের অনুমতি দেওয়ার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি তাঁকে অনুরোধ করেছি।”

আরও পড়ুনঃ Mothabari: মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু, শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

রাহুল গান্ধী (Rahul Gandhi) আর বলেছেন, বাতিল হওয়া ২৬ হাজার চাকরি প্রার্থীর মধ্যে বেশিরভাগ জনই ন্যায্য উপায়ে নির্বাচিত হয়েছেন যারা এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন। তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার ঘটনা শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে বলেই উল্লেখ করেছেন কংগ্রেস নেতা। চিঠিতে রাহুল গান্ধী আরও লিখেছেন, “তাদের ছাঁটাই করলে লক্ষ লক্ষ শিক্ষার্থী পর্যাপ্ত শিক্ষক ছাড়াই শ্রেণীকক্ষে যেতে বাধ্য হবে। তাদের ইচ্ছাকৃতভাবে ছাঁটাই তাদের মনোবল এবং সেবা করার প্রেরণাকে ধ্বংস করবে এবং তাদের পরিবারকে আয়ের একমাত্র উৎস থেকে বঞ্চিত করবে।” অন্যদিকে শীর্ষ আদালতের এই রায়ের পর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের চাকরি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন আদালতকে স্পষ্ট করে বলতে হবে কে যোগ্য এবং কে নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT