South Bengal rain alert: মঙ্গলবার থেকে আবহাওয়ার ভোলবদল

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চৈত্রের দাবদাহে নাজেহাল জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে নতুন সপ্তাহ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হতে পারে ঝড়-বৃষ্টি (South Bengal Rain Alert)। এই পরিস্থিতি চলবে সপ্তাহ জুড়েই, ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মিলবে না মুক্তি। আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) আকাশে দেখা মিলবে মেঘের, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert in Bengal)।

আরও পড়ুন:- Monday Weather: গরমে হাঁপিয়ে উঠেছেন? বৃষ্টি তো আসবে, তবে সঙ্গে আসবে নতুন বিপদ!

সপ্তাহ জুড়ে আবহাওয়ার রূপ যেমন থাকবে, বুধবার (Wednesday Weather Alert) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার (Thursday Storm Alert) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে রয়েছে একই সতর্কতা। আবহাওয়া দপ্তরের (IMD Bengal Forecast) তথ্য অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও তার পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া এবং বঙ্গোপসাগর (South Bengal Rain Alert) (থেকে ঢোকা জলীয় বাষ্প মিলিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity Discomfort in Kolkata)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

১২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain in North Bengal)। কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শুক্রবার ও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত (South Bengal Rain Alert) হতে পারে (Weekend Rain Forecast Bengal)। যার ফলে কমবে চৈত্রের গরমের দাপট। সব মিলিয়ে বলা যায়, এই সপ্তাহ জুড়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে রাজ্যের দক্ষিণ ও উত্তর অংশে। তাই ছাতা আর রেইনকোট এখন থেকেই প্রস্তুত রাখাই ভালো!