Mothabari: মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু, শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কিছুদিন আগে মোথাবাড়ির (Mothabari) ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছিল । সেখানে যেতে কলকাতা আদালতের (Calcutta high court) দারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিলেন।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা যেতে পারবেন মোথাবাড়ি থানার অধীনে থাকা এলাকায়। আদালত জানিয়েছে, ১১ এপ্রিল ১০-৩ টের মধ্যে প্রস্তাবিত চার জায়গায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষীও। আদালত আরও জানিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে কটা কনভয় যাবে সেটা জানাতে হবে প্রসাশনকে। শুভেন্দুকে মোথাবাড়ি (Mothabari) যাওয়ার অনুমতি দিলেও আদালত স্পষ্ট করে জানিয়েছে যে গোটা ঘটনার উপর নজর রাখবে পুলিশ সুপার।

আরও পড়ুনঃ Blast: বিজেপি নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজি, ঘটনাস্থলে ফরেন্সিক দল

কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একজন বিধায়ক এবং নিরাপত্তারক্ষী নিয়ে মোথাবাড়ি (Mothabari) যাওয়ার আবেদন জানান। শুভেন্দু এদিন আদালতে জানিয়েছিলেন মোথাবাড়িতে তিনি কোনও মিছিল করবেন না। তাই সেখানে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই । এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মালদার মোথাবাড়িতে (Mothabari) সাম্প্রদায়িক অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৬১ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার । ঘটনাটি স্পর্শকাতর, রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, গত শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছিল। তার পরেই শুভেন্দুকে এই অনুমতি দিল আদালত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT