Aadhaar Update: ডকুমেন্ট নয়, মুখ স্ক্যান করলেই মিলবে আধার কার্ড!

দেশ প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আধার কার্ডে বড় আপডেট (Aadhaar Update) । আধার তথ্য যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে এবার থেকে শুধুমাত্র মুখ স্ক্যান করেই মিলবে প্রয়োজনীয় তথ্য। হ্যাঁ, ঠিকই শুনছেন! উল্লেখ্য, ভারতের (UIDAI) ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া আধার কার্ডের নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা আরও একধাপ উন্নত করতে নিয়ে এসেছে এক নতুন যুগান্তকারী প্রযুক্তি। এখন আর হোটেল, কলেজ বা অফিসে পরিচয়পত্র যাচাইয়ের জন্য আধার কার্ডের হার্ড বা সফট কপি সঙ্গে রাখার দরকার নেই।

এই নতুন প্রযুক্তির মাধ্যমে, একজন ব্যক্তির মুখ স্ক্যান করলেই তাঁর আধার সম্পর্কিত বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে স্ক্রিনে। আধার নম্বর যাচাইয়ের জন্য আর কোনও অতিরিক্ত ডকুমেন্ট বা পরিচয়পত্রের প্রয়োজন হবে না। এই ফিচারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে দিল্লিতে, ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর মাধ্যমে। তিনি এই নতুন উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং জানান, এই ফিচার ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।

আরও পড়ুন: Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর শিক্ষা পোর্টালে বড় পরিবর্তন

অশ্বিনী বৈষ্ণব এক্স (X – formerly Twitter) হ্যান্ডেলের একটি পোস্ট করে জানান, স্মার্টফোনে (Smartphone) এই প্রযুক্তির মাধ্যমে কোনও প্রকার পরিচয়পত্র ছাড়াই আধার যাচাই সম্ভব হবে। ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, তেমনই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও এই প্রযুক্তি ব্যবহার করে আরও দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দিতে পারবে।

জানুন কীভাবে কাজ করবে এই ফেস অথেনটিকেশন সিস্টেম-
স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচারটি ব্যবহার করতে প্রথমেই ব্যবহারকারীকে আধার অ্যাপ (Aadhaar App) ইনস্টল করতে হবে তাঁর স্মার্টফোনে। তারপর একটি নির্দিষ্ট যাচাইকরণ প্রক্রিয়ার (Verification Process) মাধ্যমে অনুমোদন নিতে হবে। এই ধাপগুলি পার করার পর, ব্যবহারকারী যে কোনও ব্যক্তির মুখ স্ক্যান করে তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবেন তাঁর আধার নম্বর। ফলে মুখ স্ক্যান করলেই স্ক্রিনে চলে আসবে ব্যক্তির প্রয়োজনীয় তথ্য-নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি।

দেখুন ভিডিওটি: https://x.com/AshwiniVaishnaw/status/1909598865000743038?t=IeaP3EI989plpdtL1CU-Mg&s=19

এই মুহূর্তে এই স্মার্ট ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে। অর্থাৎ, এটি এখনও প্রাথমিক পর্যায়ে সীমিত ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এবং সম্পূর্ণরূপে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়নি। তবে খুব শীঘ্রই এটি সর্বসাধারণের জন্যও চালু হবে বলে অনুমান করা হচ্ছে।

স্মার্ট ফেস অথেনটিকেশন কেন গুরুত্বপূর্ণ?

  • এটি আধার যাচাইয়ের প্রক্রিয়াকে দ্রুত, সহজ এবং ডিজিটালি সুরক্ষিত করে তোলে।
  • কাগজপত্র বহনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
  • ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় থাকবে।
  • বিভিন্ন পরিষেবা যেমন হোটেল বুকিং, কলেজে ভর্তি, চাকরি আবেদন ইত্যাদিতে পরিচয় যাচাই আগের তুলনায় আরও স্মার্ট ও ঝামেলাহীন হবে।

এই ফিচারের মাধ্যমে ভারতের ডিজিটালাইজেশনের পথে আরও এক বড় পদক্ষেপ নেওয়া হলো। ভবিষ্যতে আধার (Aadhaar Update) সংক্রান্ত অন্যান্য সুবিধাতেও এমন উন্নত প্রযুক্তির সংযোজনের সম্ভাবনা প্রবল। আপনি যদি আধার সংক্রান্ত কাজকর্মে সময় বাঁচাতে চান এবং প্রযুক্তির সুবিধা নিতে আগ্রহী হন, তাহলে আধার আরো কিছুটা সময় আপনাকে এই অ্যাপের জন্য অপেক্ষা করতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtu.be/c0d4glX3r1s