নিউজ পোল ব্যুরো: সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার। রাজ্যজুড়ে চাকরিহারাদের হাহাকার। এরই মাঝে এবার ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তীর (Mahavir Jayanti) অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যত মানুষ রয়েছেন তাঁদের উদ্দেশ্যে বার্তা দেন, যতদিন তিনি আছেন ততদিন সকলের সম্পত্তি সুরক্ষিত থাকবে।
আরও পড়ুনঃ Mamata Banerjee : “আমি বেঁচে থাকতে কারও চাকরি খেতে দেব না!”
ওয়াকফ বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তির নেওয়ার অধিকার আমারও নেই।” এরই সঙ্গে যোগ করেন, “দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি ততদিন সুরক্ষিত।”
গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন এটি ওয়াকফ আইন (Waqf Act)। এদিকে এই ওয়াকফ আইনকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা দেশজুড়ে। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের সঙ্গে রীতিমত খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারী জনতার। এই সময় কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। উল্টোদিকে দুটি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ১৬৩ ধারা জারি করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যবাহী। অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নিজেরও নেই। নেতাজি ইনডোর থেকে এই বার্তা দেওয়ার পাশাপাশি আরও একবার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন মমতা। আশ্বাস দিয়ে বলেন, “দিদি যতদিন আছে, ততদিন আপনার সম্পত্তি সুরক্ষিত।”