রাইমা রায়: কথায় আছে, “বাঙালির পায়ের তলায় সরষে।” ভ্রমণপিপাসু বাঙালিরা সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে নতুন দেশ, নতুন শহর আর নতুন সংস্কৃতি খুঁজে পাওয়ার আশায়। কিন্তু বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেক সময়ই স্বপ্নই থেকে যায় শুধুমাত্র খরচের চিন্তায়। প্লেনের টিকিট, হোটেল, খাওয়া-দাওয়া – সব মিলিয়ে একেবারে বাজেট ওলটপালট! কিন্তু জানেন কি? ভারতের ঠিক বাইরেই এমন একটি দেশ রয়েছে, যেখানে আপনি রাজকীয়ভাবে ঘুরে আসতে পারবেন (Cheap International trip) একেবারে কম খরচে। হ্যাঁ, ঠিকই শুনেছেন! মাত্র ১১ টাকায় ঘোরা সম্ভব সেই দেশে!
আরও পড়ুন:- Offbeat Himachal: হিমাচলের এই ৩ স্থানে পাবেন নতুনত্বের স্বাদ।

এই রকমই একটি দেশের নাম ভিয়েতনাম (Vietnam)। এককথায়, কম বাজেটে বিদেশ ভ্রমণের জন্য এটি বর্তমানে অন্যতম সেরা গন্তব্য। ভারতীয় টাকার সাপেক্ষে ভিয়েতনামী মুদ্রা ‘ডং’ (VND) -এর মূল্য অনেকটাই কম। ১ ভারতীয় টাকা = প্রায় ২৯৯ ভিয়েতনামী ডং**! ভাবুন তো, আপনার হাতে যদি মাত্র ৫০০ টাকা থাকে, তাহলে আপনি ভিয়েতনামে পৌঁছে তা দিয়ে হাজার হাজার ডং খরচ করতে পারবেন! এমন অভিজ্ঞতা তো স্বপ্নেই দেখা যায়। তাই ভিয়েতনাম একদম পারফেক্ট [low cost international travel] এর জন্য।

আপনি যদি এখনই প্ল্যান করতে থাকেন, তাহলে আরও এক চমকপ্রদ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। VietJet Air (ভিয়েতজেট এয়ার) তাদের ইকোনমি ক্লাস (Eco Class) যাত্রীদের জন্য একটি অসাধারণ অফার এনেছে – মাত্র ১১ টাকায় (INR 11) বিমানের টিকিট! হ্যাঁ, একদম ঠিক পড়ছেন। এই অফার শুধুমাত্র ওয়ান ওয়ে টিকিট (one-way ticket) -এর জন্য প্রযোজ্য এবং এর সঙ্গে আপনাকে কোনও অতিরিক্ত ট্যাক্স (no extra tax) দিতে হবে না। তবে এই সুযোগ সীমিত – ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই অফার পাওয়া যাবে। তাই যারা নতুন বছর শুরুর আগে একটু বিদেশ ঘুরে আসতে চান, তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স! ভিয়েতনাম শুধু সস্তা নয়, বরং এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ ([natural beauty of Vietnam], [Vietnam tourist spots], [Vietnam sightseeing])।
হালং বে (Halong Bay): ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে রয়েছে ১,৯৬৯টি চুনাপাথরের দ্বীপ** (limestone islands)। এদের বয়স প্রায় ৫০০ মিলিয়ন বছর! এখানকার গুহাগুলির সৌন্দর্য অনন্য। এগুলি দেখার জন্য পর্যটকরা সাধারণত কায়াকিং (kayaking) বা জাঙ্ক বোট (junk boat) ভাড়া করে বেরিয়ে পড়েন। পাহাড়, সমুদ্র আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য – সব মিলিয়ে এখানে কাটানো কয়েকটা দিন আপনাকে জীবনের সেরা মুহূর্ত উপহার দেবে। ভারতীয়দের জন্য এখানে থাকা-খাওয়া অত্যন্ত সস্তা। আপনি চাইলে মাত্র INR 300-500 (বা তারও কমে) একটি ভালো মানের হোস্টেল বা হোটেলে রাত্রিযাপন করতে পারেন। খাবারের দিক থেকেও ভিয়েতনাম প্রচণ্ড রকমের বৈচিত্র্যময় – ফো (Pho), বান মি (Banh Mi) – এরকম সুস্বাদু স্ট্রিট ফুড মাত্র ৫০-১০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সব কিছু মিলিয়ে যদি আপনি একটা সস্তা কিন্তু দারুণ বিদেশ ট্রিপের স্বপ্ন দেখেন, তবে ভিয়েতনাম আপনার জন্য পারফেক্ট। শুধুমাত্র ১১ টাকায় বিমান টিকিট, সেখানে গিয়ে খরচ কম, আর সৌন্দর্য যেন একটুও কম (Cheap international Trip) নয় – এর থেকে ভালো আর কী হতে পারে? তাই দেরি না করে এখনই প্ল্যান শুরু করুন, ব্যাগ গুছিয়ে তৈরি থাকুন আর বলে দিন, “ভিয়েতনাম, আই অ্যাম কামিং!”