নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার (Tollywood) ইতিহাসে কিছু জুটি আজও কালজয়ী। যেমন উত্তম কুমার ও সুচিত্রা সেন, কিংবা নব্বই দশকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ধারা বজায় রেখে পরবর্তীকালে যারা দর্শকমনে বিশেষ স্থান করে নিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Subhashree) জুটি। দর্শকদের ভালোবাসা পাওয়া সত্ত্বেও এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে বড়পর্দায় (on-screen) শেষবার দেখা গিয়েছিল বহুদিন আগে। যদিও তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি (on-screen chemistry) ছিল অনবদ্য, বাস্তব জীবনের দূরত্বই হয়তো পর্দার এই জুটিকে ছিন্ন করে দেয়। তাদের শেষ ছবি ‘ধূমকেতু’ (Dhumketu movie) আজও মুক্তির মুখ দেখেনি। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। সহপ্রযোজনার দায়িত্বে ছিলেন দেব নিজে।
আরও পড়ুন:- Sourav Ganguly biopic: সৌরভের বায়োপিকে কে হচ্ছেন হিরোইন? নাম শুনলে চমকে যাবেন!
দর্শকমনে এই ছবি নিয়ে আশার সঞ্চার আজও রয়ে গিয়েছে। প্রযোজক ও অভিনেতা দেব যদিও এখনও ছবির মুক্তি নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। অন্যদিকে অপর প্রযোজক রানা সরকার মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media hints) ইঙ্গিত দেন যে ‘ধূমকেতু’ মুক্তি পেতে পারে। সেই ইঙ্গিতেই বারবার আশার আলো খুঁজে পান ছবির অনুরাগীরা। সম্প্রতি একটি জাতীয় স্তরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুভশ্রী একটি সাক্ষাৎকারে বলেন, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) একবার দেব-শুভশ্রী জুটিকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করেছিলেন এবং তার জন্য চিত্রনাট্যও তৈরি করেছিলেন। দুর্ভাগ্যবশত সেই কল্পিত ছবি আর বাস্তবায়িত হয়নি। শুভশ্রীর কথায়, “ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে না পারাটা আমার জীবনের একটি অপূর্ণতা হয়ে থাকবে।” বর্তমানে দেব ও শুভশ্রী (Dev-Subhasree) দুইজনেই নিজের নিজের কেরিয়ারে সফলভাবে এগিয়ে গিয়েছেন। দেব একজন সফল প্রযোজক, অভিনেতা এবং সংসদ সদস্য। অন্যদিকে শুভশ্রীও মা হওয়ার পর নিজেকে নতুন করে গড়ে তুলেছেন পরিণত অভিনেত্রী হিসেবে। তবে আজও এই জুটির নাম উঠলে তা সংবাদমাধ্যমে (media buzz) নতুন করে আলোচনার জন্ম দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
‘ধূমকেতু’ ছবিতে দেবের অভিনয় নিয়ে যেভাবে তার লুক ও প্রস্তুতি সামনে এসেছিল, তা দেখে সমালোচক থেকে দর্শক— সকলেই ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। দেব নিজে জানিয়েছিলেন, চরিত্রটির জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছিলেন।সবশেষে, বলা যায়— সময় বদলালেও দর্শকমনে ‘দেব-শুভশ্রী’ (Dev-Subhashree) নামটি আজও রয়ে গিয়েছে এক বিশেষ অনুভূতির প্রতীক হিসেবে। এখন শুধু অপেক্ষা, কবে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সেই ‘ধূমকেতু’, আর আরও একবার পর্দায় ফিরবে টলিপাড়ার সেই অন্যতম প্রিয় জুটি।