Instagram New Feature: বন্ধুদের জন্য স্পেশাল কিছু? কোড জানলেই চমক

প্রযুক্তি বিজ্ঞান লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: আপনি কি জানেন, সোশ্যাল মিডিয়াতে (Social Media) পোস্ট শেয়ার (Share) করার নতুন এবং রহস্যময় এক পদ্ধতি আসছে? ইনস্টাগ্রাম (Instagram) এবার হাজির করতে চলেছে একটি চমকপ্রদ ফিচার (Instagram New Feature), যা ব্যবহারকারীদের পোস্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার পাশাপাশি এনগেজমেন্টও (Engagement) বাড়াবে। ‘লকড পোস্ট’ ফিচারের মাধ্যমে আপনি আপনার পোস্টে এমন একটি সিক্রেট কোড (Secret Code) যুক্ত করতে পারবেন, যা শুধু আপনার বন্ধুরাই খুঁজে পাবে এবং তবেই তারা দেখতে পারবে আপনার শেয়ার করা কনটেন্ট (Content)। কেমন লাগছে? এই নতুন ফিচারের মাধ্যমে কীভাবে আপনার ইনস্টাগ্রাম (Instagram) অভিজ্ঞতা হবে আরও মজাদার এবং ইন্টারঅ্যাকটিভ? চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত!

আরও পড়ুন: Chat GPT-40: ভুয়ো আধার কার্ড নিয়ে ধোঁয়াশা? আসল সত্যিটা এবার জানুন!

এবার ইনস্টাগ্রামে (Instagram) আসছে ‘লকড পোস্ট’ ফিচার, যা ব্যবহারকারীদের পোস্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করবে। এই নতুন ফিচারটি (Instagram New Feature) কি রকম কাজ করবে? আসুন বিস্তারিত জানি।

‘লকড পোস্ট ফিচার’ ব্যবহার করে আপনি যেকোনো পোস্ট বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারবেন, কিন্তু তারা সেই পোস্টের বিষয়বস্তু দেখতে পারবে না যতক্ষণ না তারা একটি সিক্রেট কোড প্রবেশ করায়। পোস্টের উপরে একটি বার্তা থাকবে, “আনলক দিস রিল”, এবং এর নিচে লেখা থাকবে, “এন্টার সিক্রেট কোড।” কেবলমাত্র সেই কোডটি প্রবেশ করানোর পরই পোস্টটি দর্শনীয় হবে। অর্থাৎ, আপনার পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, যেখানে আপনার বন্ধুদের উৎসাহিত করা হবে কোডটি খুঁজে বের করার জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই নতুন ফিচারটি (Instagram New Feature) ইনস্টাগ্রামের এনগেজমেন্ট বাড়ানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যেহেতু কোড ব্যবহার করে পোস্ট আনলক করতে হবে, এটি পোস্টের প্রতি আগ্রহ তৈরি করবে এবং ব্যবহারকারীরা একে অপরের পোস্ট দেখার জন্য কোড শেয়ার করতে উৎসাহিত হবে। তবে, বর্তমানে সিক্রেট কোড কোথা থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য দেয়নি ইনস্টাগ্রাম।

সম্প্রতি ইনস্টাগ্রাম (Instagram) ডিসলাইক অপশন চালু করারও পরিকল্পনা নিয়েছে, যা ব্যবহারকারীদের পোস্ট বা কমেন্টে ‘ডিসলাইক’ দিতে সক্ষম করবে। এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এক নতুন মাত্রা যুক্ত হবে এবং ব্যবহারকারীরা নিজেদের মতামত প্রকাশে আরও স্বাধীনতা অনুভব করবেন।