নিউজ পোল ব্যুরো: প্রতিবছরই হাজার হাজার তীর্থযাত্রী জীবনের বহু প্রতীক্ষিত এক জায়গা হিমালয়ের বুকে অবস্থিত কেদারনাথ ধামে পা রাখেন। সাড়ে এগারো হাজার ফুট উচ্চতায় স্থিত এই মহাদেবের নিবাস। এখানে পৌঁছানো মানে যেন ঈশ্বরের আরো কাছে পৌঁছানো। অতীতে দুর্গম পাহাড়ি পথে বহু কষ্ট করে এই যাত্রা সম্পূর্ণ করতে হত। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে (Helicopter Service to Kedarnath) অনেকটাই সহজ হয়েছে এই যাত্রা। এবছর (2025) কেদারনাথ ধামের যাত্রা (Kedernath Yatra 2025) আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে হেলিকপ্টার পরিষেবার (Helicopter Service to Kedarnath) জন্য। পাহাড়ি রাস্তা ও কষ্টসাধ্য ট্রেকিং ছাড়াও এখন বহু ভক্তগন সহজেই হেলিকপ্টারে চড়ে পৌঁছে যেতে পারেন দেবভূমি কেদারনাথে। তবে একদিকে যতটা সহজ হয়েছে এই যাত্রা, অন্যদিকে টিকিট বুকিং নিয়ে তৈরি হয়েছে বিপুল অসন্তোষ ও হতাশা।
আরও পড়ুন:- Plane Crash in India: জেনে নিন ভারতের প্রথম বিমান দুর্ঘটনার মর্মান্তিক ইতিহাস

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন অথরিটি (Uttarakhand Civil Aviation Development Authority – UCADA) জানিয়েছে, আগামী ২ মে থেকে কেদারনাথ ধামের (Kedarnath Dham Opening Date) দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। সেইসঙ্গে এই দিন থেকেই শুরু হবে হেলিকপ্টার পরিষেবা গুপ্তকাশী (Guptkashi), সিরসি (Sersi) এবং ফাটা (Phata) হেলিপ্যাড থেকে। কিন্তু সমস্যা হল, ৩১ মে পর্যন্ত যাত্রার জন্য যেসব টিকিট ছাড়া হয়েছিল, সেগুলো সব কয়টি মাত্র কয়েক (Kedernath Yatra 2025) ঘণ্টার মধ্যেই বুক হয়ে গিয়েছে। হেলিকপ্টার পরিষেবার অনলাইন বুকিং চালু হয়েছিল ৮ এপ্রিল, দুপুর ১২টা থেকে IRCTC-এর নির্দিষ্ট ওয়েবসাইট (heliyatra.irctc.co.in) -এ। সেই সময় ভক্তরা ভীষণ উৎসাহ নিয়ে ওয়েবসাইটে লগ ইন করলেও, দেখা যায় বহু যাত্রী পেমেন্ট পেজ পর্যন্ত পৌঁছাতে পারছেন না তার কারণ আগেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। অনেকেই ল্যাপটপ কিংবা মোবাইলের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও হতাশ হয়েছেন। অনেকে আবার নির্দিষ্ট দিন না পেয়ে কেদারনাথ যাত্রার পরিকল্পনা বাতিল করতেও বাধ্য হয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বর্তমানে হেলিকপ্টারে যাতায়াতের জন্য নির্ধারিত ভাড়া নির্ভর করছে যাত্রা শুরুর হেলিপ্যাডের উপর। গুপ্তকাশী থেকে কেদারনাথ (Guptkashi to Kedarnath Helicopter Fare): যাতায়াত খরচ ৮৫৩২ টাকা। ফাটা থেকে কেদারনাথ (Phata to Kedarnath Helicopter Fare): যাতায়াত খরচ ৬০৬২ টাকা। সিরসি থেকে কেদারনাথ (Sersi to Kedarnath Helicopter Fare): যাতায়াত খরচ ৬০৬০ টাকা। এই সমস্ত হেলিপ্যাড থেকেই হেলিকপ্টার পরিষেবা শুরু হবে ২ মে থেকে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় অংশ নিতে আসেন। গঙ্গোত্রী, ইয়মুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ—এই চারটি ধর্মস্থানকে কেন্দ্র করেই চারধাম যাত্রার সূচনা। এরমধ্যে কেদারনাথ ধাম (Kedernath Yatra 2025) সর্বাধিক জনপ্রিয়, বিশেষ করে শিবভক্তদের কাছে। কিন্তু হিমালয়ের কোলে অবস্থিত এই তীর্থে পৌঁছাতে গেলে শারীরিক ও মানসিক প্রস্তুতি আবশ্যক। তবে বর্তমানে হেলিকপ্টার যাত্রা এই কষ্ট অনেকটাই লাঘব করেছে। বিশেষ করে বয়স্ক যাত্রী ও শিশুদের জন্য এই পরিষেবা যেন আশীর্বাদস্বরূপ।