নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Indian Cricket Team)। অন্যদিকে দেশের মাঠে প্রতিযোগিতা আয়োজন করেও তার সেমিফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান (Pakistan Cricket Team)। এমনকি একটি ম্যাচও জিততে পারেননি মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই ম্যাচে হারেন তাঁরা। এরপর বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বে তাঁদের শেষ খেলাটি বাতিল হয়ে গিয়েছিল বৃষ্টির জেরে। তবু এরপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাবনাতীত সাফল্যের দাবি করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) তরফে।
আরও পড়ুনঃ Ravichandran Ashwin : ইউটিউব চ্যানেল খুলে বিপাকে অশ্বিন, নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত
ঘরের মাঠে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে খুব স্বাভাবিকভাবেই জেরবার হতে হচ্ছে ক্রিকেটারদের। এমনকি জল গড়িয়েছে সেদেশের সংসদ পর্যন্ত। ইদানিংকালে বড় মঞ্চে কেন বারবার ব্যর্থ হচ্ছে পাক ক্রিকেট দল (Pakistan Cricket Team)? এই প্রশ্নই তোলা হয়েছে পাকিস্তানের সংসদে। জবাবে ওয়াঘার ওপার থেকে এমন এক যুক্তি দেওয়া হয়েছে যা নিয়ে তৈরি হয়েছে নয়া জল্পনা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, দলের প্রধান ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে গিয়েছিলেন। এর জেরে দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। আর তার ফলেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্স হয়েছে পাকিস্তানের। পাশাপাশি তাদের তরফে এও যুক্তি দেওয়া হয় যে নির্বাচক কমিটি ফিটনেস এবং অভিজ্ঞতার ভিত্তিতেই দল নির্বাচন করে। এবং কোন সিরিজ কে কেমন পারফর্ম করল তা পর্যবেক্ষণ করেই ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা হয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
তবে বাবর-রিজওয়ানরা মুখ থুবড়ে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বিরাট লক্ষ্মীলাভ হয়েছে। এমনটাই দাবি করেছে পাক বোর্ড (PCB)। উল্লেখ্য, গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারতের সমস্ত ম্যাচ হয়েছে দুবাইয়ে। এমনকি ফাইনালও। এরপরেও তারা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ৩০০ কোটি টাকা আয় হয়েছে। যেটা তাদের হিসাবের থেকে ১০০ কোটি টাকা বেশি। এর পাশাপাশি মহসিন নকভির বোর্ডের পক্ষ থেকে এও জানানো হয় যে গোটা টুর্নামেন্ট আইসিসি পরিচালিত হওয়ায় কোনও বাড়তি খরচ হয়নি। এছাড়া পাক বোর্ড এও জানিয়েছে যে লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নির্মাণ করতে তাদের খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা।