Plane Crash in India: জেনে নিন ভারতের প্রথম বিমান দুর্ঘটনার মর্মান্তিক ইতিহাস

অফবিট দেশ

নিউজ পোল ব্যুরো: বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। সময়ের সাথে সাথে গোটা বিশ্বে যেমন বাড়ছে বিমান চলাচল, তেমনি বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। কিন্তু অনেকেই জানেন না, ভারতের ইতিহাসে প্রথম বিমান দুর্ঘটনা কবে ঘটেছিল (Plane Crash in India)।

তারিখ ১৯৩৭ সালের ১৯ জানুয়ারি। অর্থাৎ এটি ঘটেছিল আজ থেকে প্রায় ৮৮ বছর আগে। ফ্রান্সের এক যাত্রীবাহী বিমান, ‘Potez-62’ (French aircraft), ওইদিন ভারতের আকাশে প্রবেশ করেছিল। এই বিমানটি রওনা হয়েছিল ভিয়েতনাম থেকে এবং গন্তব্য ছিল ফ্রান্সের প্যারিস। সবকিছুই ছিল নিয়ন্ত্রণে, কিন্তু হঠাৎই সবকিছু বদলে যায়। বিমানটি যখন প্রয়াগরাজ এবং যোধপুর পেরিয়ে মধ্যপ্রদেশের ডাটিয়া অঞ্চলের আকাশের উপর দিয়ে যাচ্ছিল, তখনই শুরু হয় অস্বাভাবিক পরিস্থিতি। হঠাৎ করেই বিমানের মধ্যে আগুন ধরে যায় (mid-air fire)। বিমানে উপস্থিত ছিলেন মোট সাতজন , যার মধ্যে তিনজন বিমানকর্মী এবং চারজন যাত্রী।

আরও পড়ুন: Aadhaar Update: ডকুমেন্ট নয়, মুখ স্ক্যান করলেই মিলবে আধার কার্ড!

প্রথমে আগুন লাগার বিষয়টি কেউই বুঝতে পারেননি। পাইলটও ছিলেন বিভ্রান্ত। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপের দিকে মোড় নেয়। গোটা বিমানে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। তার পরেই ঘটে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ (mid-air explosion)। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সেদিন আকাশে হঠাৎই আগুনের গোলার মতো কিছু ছুটে যেতে দেখা যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সময় প্রযুক্তির খুব বেশি অগ্রগতি হয়নি, তাই বিমানে ছিল না কোনো (black box)। যার ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ আজও অজানা। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের সব আরোহী। বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই সময়ের সংবাদপত্রেও এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। কিন্তু তদন্তে খুব একটা অগ্রগতি হয়নি, কারণ কোনো প্রযুক্তিগত প্রমাণ পাওয়া যায়নি।

এখনকার দিনে প্রতিটি বিমানেই থাকে ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার, যা বিমান দুর্ঘটনার পরে কারণ অনুসন্ধানে সাহায্য করে। কিন্তু ১৯৩৭ সালে সেই ব্যবস্থা ছিল না। তাই ভারতের আকাশে ঘটে যাওয়া এই প্রথম বিমান দুর্ঘটনা (Plane Crash in India) রয়ে গেছে গভীর এক রহস্যে ঘেরা। এই দুর্ঘটনা ছিল শুধুমাত্র একটি যান্ত্রিক ব্যর্থতা, না কি এর পেছনে ছিল অন্য কোনো কারণ তা আজও জানা যায়নি। ইতিহাসের পাতায় আজও লেখা রয়েছে ভারতের আকাশে ঘটে যাওয়া প্রথম বিমান দুর্ঘটনার করুণ কাহিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtu.be/c0d4glX3r1s