PM Internship Scheme: কর্মদক্ষতা বাড়াতে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম

দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) আবেদন করেছেন তো? না করে থাকলে জানুন আবেদনের আসল প্রক্রিয়া। দেশের যুবসমাজের কর্মদক্ষতা বাড়াতে মোদি সরকারের আরও এক নতুন উদ্যোগ। সম্প্রতি এই স্কিমের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যারা এখনও আবেদন করেননি, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই প্রকল্পটি মূলত দেশের ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য তৈরি, যাঁরা সদ্য স্কুল, কলেজ বা ডিপ্লোমা কোর্স শেষ করেছেন। সরকার এই স্কিমের মাধ্যমে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা (Real-life Work Experience) এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন, তেমনই ভবিষ্যতের চাকরি বা ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে পারবেন।

আরও পড়ুন:Bank Issue: বদলাচ্ছে ব্যাঙ্কিংয়ের নিয়ম? ৫ দিনের কাজের প্রস্তাব নিয়ে বড় খবর!

সরকারি ওয়েবসাইটে (pminternship.mca.gov.in) বলা হয়েছে – এই স্কিমটি “একটি দক্ষ, ক্ষমতায়িত এবং জ্ঞানসম্পন্ন যুবসমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে,” যেখানে থিওরিটিক্যাল (Theoretical Knowledge) এবং প্র্যাকটিক্যাল জ্ঞান (Practical Skills)-এর মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে।

রেজিস্ট্রেশন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমে সরকারি ওয়েবসাইটে যান – (http://pminternship.mca.gov.in)
  2. হোমপেজে থাকা “Register” বাটনে ক্লিক করুন ।
  3. আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে।
  4. সেখানে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা। ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন ।
  5. সাবমিট করার পর পোর্টালের মাধ্যমে একটি। রিজ্যুমে (Resume) তৈরি হবে ।
  6. এরপর আপনি Location, Sector, Functional Role ও Qualification অনুসারে সর্বোচ্চ ৫টি Internship Opportunity-র জন্য আবেদন করতে পারবেন ।
  7. আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করার আগে সংরক্ষণ করুন।

যারা আবেদন করতে পারবেন :

•দশম, দ্বাদশ, আইটিআই, পলিটেকনিক অথবা ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, সদ্য স্নাতক
•বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (OBC, SC ও ST প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে)

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে প্রার্থীরা নিচের সুবিধাগুলি পাবেন:

•প্রতি মাসে ₹৫,০০০ টাকার স্টাইপেন্ড

  • এককালীন ₹৬,০০০ টাকার আর্থিক সহায়তা
  • দেশের সেরা ৫০০ কোম্পানিতে ১২ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ
  • একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা
  • ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি

এই স্কিমের প্রকল্পে প্রথম ধাপে ১.২৫ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবেন বলে সরকার জানিয়েছে। তবে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে এক কোটি যুব সমাজকে ইন্টার্নশিপের সুযোগ (PM Internship Scheme) দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি দেশের কর্মসংস্থান বৃদ্ধির দিকেও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT