PM Narendra Modi প্রধানমন্ত্রী হলেও আম আদমি, জৈনের অনুষ্ঠানে সকলের মাঝে মিশে গেলেন মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: জৈন সম্প্রদায়ের নভকর মহামন্ত্র অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi )। বুধবার, মহাবীর জয়ন্তী উপলক্ষে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘নবকার মহামন্ত্র দিবস’-এ ( Navkar Mahamantra program ) অংশগ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গেই এদিন প্রধানমন্ত্রী মোদী মিশে যেতে দেখা গেল আম জনতার সঙ্গে। শুধু কি তাই খালি পায়ে অনুষ্ঠান মঞ্চের দিকে একেবারে সাধারণ মানুষের মতই হেঁটে গেলেন।

স্টেজে তাঁর জন্য রাখা নির্দিষ্ট আসনে নয় এদিন প্রধানমন্ত্রী মোদী খালি পায়ে হেঁটে গিয়ে মঞ্চের সামনে সাধারণ মানুষের সঙ্গে বসেন। এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময়ে মোদী বলেন, “আমাদের বিশ্বাসের কেন্দ্র হল নভকর মহামন্ত্র। উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে। লালকেল্লা থেকে বলেছিলাম, উন্নত ভারত মানে উন্নতি এবং ঐতিহ্যকে বহন করা। এমন ভারত যে থামবে না। আমরা শিখর স্পর্শ করব কিন্তু, শিকড়কে ভুলে যাব না।” বুধবার ভারতের সংস্কৃতিতে জৈনদের অবদানের কথা তুলে ধরেন নমো। বলেছেন, প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গে তিনি বলেন,“সেজন্যই প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়ছে।” নবকার মহামন্ত্রকে “আমাদের বিশ্বাসের কেন্দ্র” এবং “আমাদের জীবনের মৌলিক স্লোগান” বলে অভিহিত করে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে এর মূল্য আধ্যাত্মিক সীমানা অতিক্রম করে। বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী জৈন মন্ত্রের বৃহত্তর আধ্যাত্মিক ও জাতীয় প্রাসঙ্গিকতার উপরও জোর দেন।

আরও পড়ুনঃ Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর শিক্ষা পোর্টালে বড় পরিবর্তন

ভারতের বৌদ্ধিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে জৈনের অবদানের সমৃদ্ধি তুলে ধরে প্রধানমন্ত্রী (PM Narendra Modi ) জৈন সাহিত্যকে “ভারতের বৌদ্ধিক মহত্ত্বের মেরুদণ্ড” হিসাবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী প্রাকৃত ও পালি ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন, দুটি প্রাচীন ভারতীয় ভাষা জৈন ও বৌদ্ধ ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রগতির সঙ্গে আধ্যাত্মিকতার সংযোগ স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, “একটি উন্নত ভারত মানে অগ্রগতি এবং ঐতিহ্য – এমন একটি ভারত যা থামবে না, থেমে থাকবে না, যা তার শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়ে মহান উচ্চতায় পৌঁছাবে।” এদিনের এই অনুষ্ঠানে জৈন দর্শনের অহিংসা, সত্য, আত্ম-শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ রূপান্তরের উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আজকের বিশ্বে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এই মূল্যবোধগুলিকে গ্রহণ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://www.youtube.com/live/1qnSrViW11I?si=MvHUBTTc27LN0dni