নিউজ পোল ব্যুরো: নতুন আর্থিক বছরের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বড় আর্থিক সিদ্ধান্ত নিল। বুধবার অর্থনৈতিক নীতি কমিটির (Monetary Policy Committee – MPC) বৈঠকের পর ঘোষণা করলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা—রেপো রেট (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে নতুন রেপো রেট দাঁড়াল ৬ শতাংশ, যা আগে ছিল ৬.২৫ শতাংশ। এই সিদ্ধান্ত আরবিআইয়ের ধারাবাহিক পদক্ষেপেরই অংশ। এর আগে, গত ৭ ফেব্রুয়ারির বৈঠকেও একই হারে রেপো রেট কমানো হয়েছিল। প্রায় পাঁচ বছর পর সেই সময় রেপো রেটে কাটছাঁট করেছিল আরবিআই। চলতি বছরে দ্বিতীয়বার কমল রেপো রেট। প্রতি দু’মাস অন্তর এমপিসি এই বৈঠক করে এবং দেশের আর্থিক পরিস্থিতির নিরিখে সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:- ICICI Prudential Life Insurance: এই ৫টি জিনিস জানলে, আপনার অবসর জীবন হবে রাজার মতো!
রেপো রেট কী?
রেপো রেট (Repo Rate) হল সেই সুদের হার, যার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয়। এই হার কমে গেলে, ব্যাঙ্কগুলিও কম হারে গ্রাহকদের ঋণ দিতে পারে। এর প্রভাব পড়ে *Home Loan, *Personal Loan, এবং অন্যান্য ইএমআই-ভিত্তিক (EMI-based loans) ঋণের উপর। মাসিক কিস্তি কমে যাওয়ায় সাধারণ ঋণগ্রহীতারা স্বস্তি পান।
বর্তমানে বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক (Reciprocal Tariff) চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষাপটে আরবিআই গভর্নর বলেন, ‘‘আন্তর্জাতিক বাণিজ্য সংঘাত ভারতের আমদানি ও রফতানির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।’’ তিনি আরও জানান, এই পরিস্থিতি ভারতের ঘরোয়া অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। উচ্চ আমদানি শুল্ক (High Import Tariff) এবং বাণিজ্য সংঘাত (Trade Conflict) বর্তমান বৈশ্বিক অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি করছে, যার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলির উপরও।
গভর্নর মালহোত্রা জানান, কৃষি খাত (Agricultural Sector) ও উৎপাদন খাতে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পরিষেবা খাত (Service Sector) স্থিতিশীল এবং শহরাঞ্চলের ক্রেতাদের মধ্যে খরচের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই অভ্যন্তরীণ চাহিদা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সাহায্য করছে। তিনি বলেন, ‘‘ব্যাঙ্ক এবং কর্পোরেট ক্ষেত্রের ব্যালান্স শিটও আগের তুলনায় অনেক মজবুত ও স্থিতিশীল। এই পরিস্থিতিতে রেপো রেট কমানোয় বাজারে নতুন গতি আসবে বলে আমরা আশাবাদী।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে
বর্তমানে মূল্যস্ফীতি (Inflation) রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত লক্ষ্যের নিচে রয়েছে। খাদ্যপণ্যের মূল্যে বড় পতনের কারণে সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। এমপিসি জানায়, এই পরিস্থিতি সুদের হার কমানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও দেশের আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট (Repo Rate) হ্রাসের ফলে ব্যাঙ্ক ঋণের সুদ কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য আর্থিক স্বস্তি আনবে বলেই আশা করা হচ্ছে।