Tarapith Temple: অনলাইনে তারা মায়ের পুজো? সেবায়েতদের এই কীর্তি ফাঁস!

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাঙালির হৃদয়ে নববর্ষ মানেই নতুন আশায়, ভক্তিতে ভরে ওঠা দিন। আর পয়লা বৈশাখে তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) লাখো ভক্তের ঢল নামা যেন চিরাচরিত এক চিত্র। তবে এবার সেই চেনা পথে এসেছে মোড় – কিছু সেবায়েত দাবি করছেন, এবার ঘরে বসেই ভিডিও কলে তারাপীঠে (Tarapith Temple) পুজো দেওয়া যাবে! কিন্তু মন্দির কর্তৃপক্ষ এই নিয়ে কড়া বিরোধীতা জানিয়েছে।

আরও পড়ুন: Almanac: ইংরেজি অক্ষরে বাঙালিয়ানা!

বাংলা নববর্ষ উপলক্ষে এবার তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) অনলাইনে মা তারার পুজো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু সেবায়েত পুজো উপকরণ এবং পুরোহিতের ফি আগাম পাঠালে বাড়িতে বসে ভিডিও কলের (Video Call) মাধ্যমে পুজো দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। তবে এই উদ্যোগটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পয়লা বৈশাখে তারাপীঠ মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়, যা এবারে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভিড় এড়ানোর জন্যও সময় বাঁচানোর উদ্দেশ্যে কিছু সেবায়েত অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা তৈরি করেছেন, যাতে ভক্তরা বাড়ি বসেই পুজোর সুবিধা নিতে পারেন। কিন্তু তারাপীঠ মন্দির কমিটি এই ধরনের উদ্যোগকে অবৈধ বলে উল্লেখ করেছে।

মন্দির কমিটির দাবি, তারা কোনো অনলাইন পুজো সেবা পরিচালনা করছে না এবং মন্দিরের নিয়ম অনুযায়ী পুজোর সময় ভিডিও রেকর্ড করা নিষেধ। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম (Online Platform) বা ফেসবুক পেজ (Facebook) নেই যেখানে ভক্তরা বাড়ি বসে পুজো করতে পারেন এবং প্রসাদ পেতে পারেন। তবে, কিছু সেবায়েত এই পদ্ধতিতে পুজো করানোর প্রচার চালিয়ে কিছু ভক্তকে প্রতারিত করেছেন, যা নিয়ে তারা একাধিকবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

মন্দির কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা তারাপীঠ মন্দিরে পুজো দিতে চান তাদের মন্দিরে এসে পুজো নিবেদন করতে হবে। অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে পুজো দেওয়ার ক্ষেত্রে ভক্তদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে, যদি কোনো পরিচিত সেবায়েত থাকেন তাহলে তিনি ডাকযোগে প্রসাদ পাঠিয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে সেটা সেবায়েতের মাধ্যমে হবে। মন্দির কর্তৃপক্ষের একমাত্র উদ্দেশ্য ভক্তদের সুরক্ষা এবং নির্বিঘ্নে পুজো পরিবেশন নিশ্চিত করা।