নিউজ পোল ব্যুরো: ইনস্টাগ্রামে ছবি দেখেই প্রেম। প্রেমের টানে (Viral Love Story) হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমেরিকা ভারতের প্রত্যন্ত গ্রামে এলেন মার্কিন তরুণী। নাম জ্যাকলিন ফোরেরো (Jacqueline Forero)। তিনি পেশায় একজন পেশাদার ফোটোগ্রাফার। প্রেমের টানে কয়েক হাজার মাইল দূরত্ব অতিক্রম করে তিনি এসে পৌঁছেছেন ভারতের অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Village) এক প্রত্যন্ত গ্রামে, যেখানে তার প্রেমিক চন্দন থাকেন।
দেখুন ভিডিওটি: https://www.instagram.com/reel/DIB1wpagcus/?igsh=c3h1cDhjMHFxdjE1
এই প্রেমের শুরুটা হয়েছিল খুব সাধারণ একটি ‘হাই’ দিয়ে। ইনস্টাগ্রামে চন্দনের তোলা একটি ছবি দেখে মুগ্ধ হন জ্যাকলিন। সেই এক ‘হাই’ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় প্রেমে। চলতে থাকে অনলাইন আলাপচারিতা, ভিডিও কল, মেসেজ, ফোটো শেয়ারিং এইভাবে কেটে যায় প্রায় ১৪টি মাস। জ্যাকলিন জানিয়েছেন, “চন্দনের শিল্প ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, গান এবং ফোটোগ্রাফির প্রতি অনুরাগ আমাকে মুগ্ধ করেছিল। একটা সময়ে এসে বুঝতে পারি, এই সম্পর্ক শুধু ভার্চুয়াল নয় এর গভীরতা অনেক বেশি।”

প্রেম যখন গভীর হয়, তখন মনের টানকে আর আটকে রাখা যায় না। অবশেষে জ্যাকলিন তার মায়ের অনুমতি পান এবং মাকে সঙ্গে নিয়ে ভারত সফরে রওনা দেন। তাঁর কথায়, “৮ মাস ধরে অনলাইন প্রেম চলার পর মা বুঝতে পারেন আমি সত্যিই এই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি। তাই তিনি নিজেই সঙ্গী হন এই সফরে। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ট্রিপ হতে চলেছে।” জ্যাকলিন বর্তমানে চন্দনের গ্রামে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন। অপেক্ষা এখন শুধুই পরবর্তী বড় অধ্যায়ের বিয়ে। দু’জনেই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন তাদের প্রেম কাহিনির নানা দিক।
আরও পড়ুন:Viral Wedding Menu: বিয়ে বাড়িতে প্রথমবার ক্যালোরি মেনু”
তবে তাদের এই প্রেমের পথে সব সময় ফুল বিছানো ছিল না। বয়সের ফারাক, সংস্কৃতিগত পার্থক্য, সামাজিক দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে নানা প্রতিকূলতা তাদের পিছু নিয়েছিল। উল্লেখযোগ্যভাবে, জ্যাকলিন চন্দনের থেকে নয় বছরের বড় (Age Gap Couple)। এই বিষয়টি ঘিরেও এসেছে নানা মন্তব্য—সমর্থন, সমালোচনা, নীরবতা, এমনকি কটূক্তিও।
তবুও জ্যাকলিনের বিশ্বাস অটুট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, “আমাদের বিরুদ্ধে অনেক প্রতিকূলতা ছিল। কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর অলৌকিকভাবে প্রতিটি পদক্ষেপে আমাদের পথ দেখাচ্ছেন। তিনি আমাদের একত্রিত করেছেন এবং তিনিই আমাদের পথ তৈরি করছেন (God’s Plan in Love)।”

এই আন্তর্জাল-নির্ভর প্রেমকাহিনি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, আর বলছেন “বয়স তো কেবল সংখ্যা মাত্র, ভালোবাসাই আসল।” এ এক আধুনিক যুগের রূপকথার মতন প্রেম যেখানে ভালোবাসা শুধু হৃদয়ের বিষয় নয়, এটি সাহস, বিশ্বাস ও স্থিরতার প্রকাশ। সাত সাগর তেরো নদী পেরিয়ে আসা এই ভালোবাসা (Viral Love Story) যেন যুগে যুগে প্রমাণ করে, ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন কোন সীমান্তই তা আটকাতে পারে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT