Bank Issue: বদলাচ্ছে ব্যাঙ্কিংয়ের নিয়ম? ৫ দিনের কাজের প্রস্তাব নিয়ে বড় খবর!

দেশ ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: এক বছর ধরে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা (Bank Employees)। তাদের দাবির পেছনে রয়েছে এক বড় লক্ষ্য—কর্মব্যস্ত জীবনের মধ্যে যেন তারা একটু স্বস্তি পান। এই দাবিতে সম্প্রতি ধর্মঘটের (Bank Issue) ডাকও দেওয়া হয়েছে, এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এই দাবি সমর্থন করে। তবে একদিকে যেমন কর্মীরা এই পরিবর্তন চাইছেন, অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance) জানিয়ে দিয়েছে যে, ২০২৫-২৬ সালের আগে এই দাবির বাস্তবায়ন প্রায় অসম্ভব।

আরও পড়ুন: ICICI Prudential Life Insurance: এই ৫টি জিনিস জানলে, আপনার অবসর জীবন হবে রাজার মতো!

কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance) ইঙ্গিত দিয়েছে যে, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রস্তাব এখনকার আর্থিক বছরে বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমানে প্রতি রবিবার (Sunday) এবং মাসের দ্বিতীয় ও শেষ শনিবার (Saturday) ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে ব্যাঙ্ক কর্মীরা দাবি (Bank Issue) করছেন, শনিবারও তাদের ছুটি দিতে হবে। তাদের মতে সপ্তাহে একদিনের বেশি ছুটি পাওয়া অত্যন্ত জরুরি যাতে তারা কর্মব্যস্ত জীবনের চাপ থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।

ব্যাঙ্ক কর্মীদের এই দাবির সমর্থনে ২০২৩ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (Indian Bank Association) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার পাশাপাশি, সাপ্তাহিক ছুটি বাড়ানোরও প্রস্তাব ছিল। তবে এখনও পুরো বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের পর্যালোচনার অধীনে রয়েছে।

এসবিআই (SBI) স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। আলোচনা চলছে, তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন প্রশ্ন হল, এই দাবির বাস্তবায়ন কী আসলেই সম্ভব? ডিজিটাল ব্যাঙ্কিং (Digital Banking) বাড়লেও, বেশিরভাগ মানুষ এখনও শনিবারে তাদের ব্যাঙ্কিং প্রয়োজনের (Bank Issue) জন্য ব্যাঙ্কে যান। যদিও এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুষ্ঠু এবং স্বাচ্ছন্দ্যময় করতে পারে, তবে ব্যাঙ্কিং সিস্টেমে (Banking System) বড় ধরনের পরিবর্তন আনতে সময় তো লাগবেই।