Storms: জেলাজুড়ে ব্যপক ঝড়বৃষ্টি, বজ্রপাতে মৃত ১৯

দেশ

নিউজ পোল ব্যুরো: আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে লন্ডভণ্ড বিহারের (Bihar)একাধিক জেলা। প্রাকৃতিক বিপর্যয়ের (Storms) জেরে গত ৪৮ ঘন্টায় বিহারে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ফসল ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।ঘটনার জেরে জেলাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিহারে বজ্রপাত, শিলাবৃষ্টির ফলে সৃষ্ট এই দুর্যোগ সাধারণ মানুষের জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। সরকারি প্রতিবেদন অনুসারে, গত ৪৮ ঘন্টায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রয়েছে বেগুসরাইয়ে ৫ জন, দারভাঙ্গায় ৫জন, মধুবনিতে ৩জন, সহরসা ও সমস্তিপুরে ২ জন করে এবং বিহারের লক্ষীসরাই ও গয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। শিলাবৃষ্টি এবং প্রবল বাতাসের সঙ্গে ঝড়ের ফলে দারভাঙ্গা, মধুবনী, সমস্তিপুর, মুজাফফরপুর, সীতামারহি, শিবহার এবং পূর্ব চম্পারণে রবি ফসল, বিশেষ করে গম, আম এবং লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকরা ফসল কাটার কয়েক সপ্তাহ আগে ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার জন্য সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ Facebook Account: ফেসবুকের এই গুরুত্বপূর্ণ ফিচার না জানলে আপনার ক্ষতি হতে পারে!

এই ব্যপক দুর্যোগের (Storms) পর জেলা প্রশাসনকে ফসলের ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং ত্রাণ ব্যবস্থা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে ১২ এপ্রিল পর্যন্ত বিহার জুড়ে বৃষ্টি, বজ্রপাত ঝড় অব্যাহত থাকতে পারে। কিছু অঞ্চলে শিলাবৃষ্টি এবং জোরাল বাতাস বইতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলের ফলে এই ঝড়বৃষ্টি। হাওয়া অফিস পরবর্তী পাঁচ দিনের জন্য একটি সতর্কতা জারি করেছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, যেসব জেলায় প্রভাব পড়তে পারে তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ, সিওয়ান, সরন, মুজাফফরপুর, বৈশালী, দারভাঙ্গা, সমস্তিপুর, মাধেপুরা, সহরসা, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর, খাগারিয়া, বাঁকা, মুঙ্গের, জামুই, শেখপুরা, বেগুসরাই, পাটনা, নালন্দা, নওদা, জেহানাবাদ এবং গয়া। ৮ এপ্রিল থেকে বিহারের আবহাওয়ার পরিবর্তন হবে। আবহাওয়া বিভাগ বিহার জুড়ে মানুষকে ঝড়ের সময় ঘরের ভিতরে থাকার, বজ্রপাতের সময় খোলা মাঠ এড়িয়ে চলার এবং আলগা জিনিসপত্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT