নিউজ পোল ব্যুরো: ফের শহরে আগুন। কলকাতা হাইকোর্টের (High Court) ঐতিহাসিক টেম্পল চেম্বার (Temple Chamber) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এই এলাকায় বহু নামী আইনজীবীদের (Lawyer) চেম্বার রয়েছে, যার মধ্যে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারও রয়েছে। এই ঘিঞ্জি এলাকায় একাধিক ছোট খাবারের দোকান রয়েছে, এবং প্রাথমিক অনুমান অনুযায়ী সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: SSC Hunger Strike Protest: চাকরিহারাদের অনশন মঞ্চে হেভিওয়েট বিজেপি নেতারা
আইনজীবীদের গাড়ি পার্ক করা থাকায় শুরুতে দমকলের ইঞ্জিন এলাকায় প্রবেশে বাধার সম্মুখীন হয়। প্রাথমিকভাবে স্থানীয় দোকানদাররাই আগুন নেভানোর চেষ্টা করেন। বর্তমানে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে (High Court) টেম্পল চেম্বারের (Temple Chamber) একাধিক অংশে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শতাব্দীপ্রাচীন এই ভবনে বিদ্যুতের তার এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, ফলে শর্ট সার্কিটের (Short Circuit) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে পার্কিং করা গাড়ি ও সরু রাস্তাঘাটের কারণে দমকলের গাড়ি ঢুকতে সমস্যার সম্মুখীন হয়।
প্রথমে স্থানীয় দোকানদার এবং সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনী পরিস্থিতি সামাল দেয়। হাইকোর্ট (High Court) সংলগ্ন এই ব্যস্ত এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে দমকল আধিকারিকরা এখনও ভবনের বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন আগুনের “ফায়ার পকেট” কোথাও রয়ে গেছে কি না তা নিশ্চিত করতে। পাশাপাশি কোথা থেকে আগুন লাগল তার তদন্তও শুরু হয়ে গিয়েছে।