Donald Trump: চিনের উপর আরও চাপ! মার্কিন শুল্কনীতিতে বড় পরিবর্তন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাণিজ্যযুদ্ধের (Trade war) উত্তপ্ত ময়দানে ফের চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । যেখানে একদিকে তিনি বিশ্বের বেশিরভাগ দেশের জন্য আগামী ৯০ দিনের জন্য শুল্কনীতি (Customs policy) স্থগিত রাখার ঘোষণা দিলেন, সেখানে অন্যদিকে চিনের উপর চাপ আরও বাড়ালেন। ট্রাম্পের এহেন দ্বিমুখী কৌশল বিশ্ব অর্থনীতিতে (World Economy) নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

আরও পড়ুন: India-China: আমেরিকার খেল খতম! এক হচ্ছে ড্রাগন-হাতি?

বিশ্ববাজারে সাম্প্রতিক মন্দা ও অস্থিরতা মার্কিন প্রশাসনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দিকে ঠেলে দেয়। তাই আপাতত ভারত-সহ অধিকাংশ দেশের জন্য পারস্পরিক শুল্কনীতিতে ৯০ দিনের একটি ‘বিরতি’ ঘোষণা করা হয়েছে। কিন্তু বেজিংয়ের ক্ষেত্রে সেই ছাড় নেই। বরং চিনা পণ্যের উপর আমদানি শুল্কের হার (Customs) বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তে স্পষ্ট, ট্রাম্প (Donald Trump) প্রশাসন চিনের (China) উপর চাপ বজায় রাখতে চাইছে।

সাম্প্রতিক ঘোষণার ফলে আমেরিকার শেয়ারবাজারে (Stock Market) তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যায়। এস অ্যান্ড পি ৫০০ এবং ন্যাসডাক সূচক ৯.৫ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে। যা বোঝায় যে বাজার এই সাময়িক শুল্ক বিরতিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছে। তবে অনেকেই মনে করছেন, ট্রাম্পের (Donald Trump) শুল্ক কৌশলের নাটকীয়তা এখানেই শেষ নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ট্রাম্প সোশাল মিডিয়ায় (Social Media) জানান, “৭৫টিরও বেশি দেশ বাণিজ্য আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং তারা আর্থিক প্রতিশোধের পথ নেয়নি। তাই আমি ৯০ দিনের জন্য শুল্কনীতি শিথিল করছি।” তবে চিনের ক্ষেত্রে তিনি বলেন, “ওদের জন্য ছাড় নেই।”

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই কৌশলগত চাল — যেখানে দেশের অভ্যন্তরীণ ভোটারদের আশ্বস্ত করার পাশাপাশি চিনের উপর দীর্ঘমেয়াদী চাপ বজায় রাখাই মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: Tariff War : আমেরিকার সঙ্গে যুদ্ধে নেমেই পড়ল কানাডা! কী বললেন নতুন প্রধানমন্ত্রী?