নিউজ পোল ব্যুরো: চাকরি (Job) বদল মানেই শুধুমাত্র অফিস, বস আর কাজের জায়গা বদল নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আর্থিক ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয়—ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO)। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন, তাহলে আপনার মাইনের একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে PF অ্যাকাউন্টে জমা পড়ে। এখানে আপনার অবদান তো আছেই, পাশাপাশি কোম্পানিও একটা সমান অনুদান দেয়। এই ফান্ডই ভবিষ্যতে আপনার রক্ষাকবচ। কিন্তু জানেন কি, চাকরি বদলের সময় একটা ছোট ভুল PF-এর মোটা অঙ্কের টাকা আটকে দিতে পারে?
আরও পড়ুন: Bank Issue: বদলাচ্ছে ব্যাঙ্কিংয়ের নিয়ম? ৫ দিনের কাজের প্রস্তাব নিয়ে বড় খবর!
অনেকেই চাকরি (Job) বদলের সময় ভাবেন নতুন PF অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু এটা একটা মারাত্মক ভুল! PF অ্যাকাউন্ট যতই বদল হোক, আপনার UAN নম্বর কিন্তু সব সময় একটাই থাকে। এই নম্বর দিয়েই নতুন কোম্পানি PF অ্যাকাউন্ট অ্যাকটিভ (Active) করে। কিন্তু আপনি যদি পুরনো PF অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট মার্জ না করেন, তাহলে পুরনো PF-এর টাকা ও তার উপরে প্রাপ্য সুদ আপনি হয়তো কখনোই বুঝে পাবেন না।
তাহলে উপায়?
ইপিএফ (EPFO)-র অফিসিয়াল পোর্টালে (https://unifiedportal-mem.epfindia.gov.in) গিয়ে ‘One Member-One EPFO Account’ অপশনে ক্লিক করে খুব সহজেই আপনি পুরনো PF অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টের সঙ্গে মার্জ করতে পারবেন। প্রয়োজন শুধু কিছু তথ্য, ভেরিফিকেশন এবং ওটিপি অনুমোদন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অ্যাকাউন্ট (Account) মার্জ না করলে শুধু টাকা আটকে যাবে না বরং কর ছাড়ের সুবিধাও আপনি হারাবেন। তাই দেরি না করে আজই আপনার PF অ্যাকাউন্ট মার্জ করে (EPFO) ফেলুন, যাতে আপনার সঞ্চয় (Savings) সুরক্ষিত থাকে আর ভবিষ্যত থাকে নিশ্চিন্ত!