SSC News: ইন্ডোর স্টেডিয়ামে মন্তব্যের জের , মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

কলকাতা রাজনীতি রাজ্য

গত ৩ এপ্রিল, বৃহস্পতিবার ভারতের শীর্ষ আদালতে ২৬ হাজার (SSC News) চাকরি বাতিল হয়। এরপর ৭ এপ্রিল নেতাজি ইনডোরের সভা (Indoor Stadium) থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিনের বেশ কিছু মন্তব্য নিয়েই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ। সূত্রের খবর, আত্মদীপ নামক একটি অলাভজনক সংস্থার তরফে সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিস জারি করেছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ওইদিনের একাধিক মন্তব্য নিয়েই এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। নেতাজি ইনডোর স্টেডিয়ামের (Netaji Indoor Stadium) সভায় মুখ্যমন্ত্রী চাকরিহারা প্রার্থীদের উদ্দেশে বলেছিলেন, “আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ? সেক্ষেত্রে মনে রাখবেন, যাই বিকল্প হোক, আমরা করব!” এই মন্তব্য সরাসরি বিচারব্যবস্থার (judiciary) ভূমিকার দিকে আঙুল তোলে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

নোটিসে বৈশাখীদেবীর আইনজীবীর জানান, ৭ এপ্রিল নেতাজি ইনডোরের সভা (Netaji Indoor Stadium) থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যেভাবে আদালতকে চ্যালেঞ্জ করেছেন তাতে তার বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে আইনের প্রতি মানুষের আস্থার ভিত নড়ে যেতে বাধ্য। যদিও এই ব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রী বা তার দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুন:Rajasthan Incident: বেলুন বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা

এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে এসএসসি (SSC News) দুর্নীতি মামলার রায়, অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া দুই মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার সঞ্চার হয়েছে। যারা চাকরি (SSC) হারিয়েছেন, তাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। পাশাপাশি, আদালতের রায় নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রীর( West Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে এই অভিযোগ ভবিষ্যতে আরও গুরুতর আকার নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিস্তারিত আসছে…..