Washing Machine Incident: মায়ের বকুনি, রেগে ওয়াশিং মেশিনে ঢুকলেন কিশোরী

Uncategorized

নিউজ পোল ব্যুরো: ওয়াশিং মেশিনে (Washing Machine Incident) ঢুকে বিপাকে কিশোরী, উদ্ধার করল দমকল বাহিনী। চীনে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অদ্ভুত ঘটনা। সময়মতো পড়াশোনা শেষ করতে না পারায় এক কিশোরী তার মায়ের কাছে বকা খায়। বকা খাওয়ার ঘটনাটি ঘটে পরিবারের সদস্যদের সামনেই। এতে তার মন খারাপ হয়।অভিমান আর রাগে মেয়েটি নিজেকে লুকিয়ে ফেলে ঘরের ওয়াশিং মেশিন-এর ভিতরে।

প্রসঙ্গত, মেয়েটির মনে তখন অভিমান, রাগ আর কান্না। তাই মাথা ঠান্ডা করতে সে নিজে থেকেই ঢুকে পড়ে ঘরের এক কোণে রাখা ওয়াশিং মেশিন-এর ভেতরে। শুরুতে বিষয়টা কারও নজরে না এলেও কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন বুঝতে পারেন, মেয়েটি আটকে পড়েছে মেশিনের ভিতর। আর তখনই চারপাশে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ। ঘরের লোকেরা অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাইরে বের করতে না পেরে শেষমেশ ফোন করেন ফায়ার ব্রিগেডে। দেরি না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।

আরও পড়ুন: Rajasthan Incident: বেলুন বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা

তখন মেয়েটি ভয় আর যন্ত্রণায় কাঁদছিল। বারবার বলছিল, “ব্যথা করছে!” এই অবস্থায় উদ্ধারকারীরা সিদ্ধান্ত নেন, মেয়েটিকে জোর করে টেনে বের করা হবে না। এতে শরীরে আরও চোট লাগতে পারে। তাই মেশিনের আউটের সেল খুলে সাবধানে তাকে বের করে আনতে হবে। প্রথমে দমকলকর্মীরা মেশিনটির বাইরের ঢাকনা আলাদা করেন। এরপর মেয়েটিকে একটি কম্বল দিয়ে মুড়ে দেওয়া হয় যাতে কোনও আঘাত না লাগে। তারপর হাইড্রোলিক কাটার (hydraulic cutter)-এর সাহায্যে ধীরে ধীরে কেটে ফেলা হয় মেশিনের অংশগুলি। এই পুরো উদ্ধার অভিযান (rescue operation) চলে মোট ১৬ মিনিট। সময়টা খুব বেশি না হলেও পরিস্থিতির জটিলতা এবং মেয়েটির মানসিক অবস্থার জন্য কাজটা মোটেই সহজ ছিল না। পুরো সময় দমকল কর্মীরা মেয়েটিকে শান্ত থাকতে বলেন এবং তার সাহস বাড়াতে চেষ্টা করেন।

শেষ পর্যন্ত, মেয়েটিকে কোনও গুরুতর আঘাত ছাড়াই নিরাপদে বের করে আনা হয় মেশিনের (Washing Machine Incident) ভিতর থেকে। উপস্থিত সকলেই তখন হাঁফ ছেড়ে বাঁচেন। যদিও এই ঘটনার পর মা ও মেয়ের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়েছে কি না, সে কথা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে, এবং অনেকেই একে বলেছেন “অদ্ভুত” (strange), আবার কেউ বলেছেন “মজার” (funny)।
তবে আপাতত, সবকিছুর শেষে মেয়েটি সুস্থ আছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT