নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) দলীয় শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশ দিল তৃণমূল। সত্রের খবর, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং এই বার্তা দিয়েছেন মহুয়াকে। দলের এক শীর্ষ নেতার মাধ্যমে ফোনে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাকে। মহুয়াকে জানানো হয়েছে, এখনই সংযত না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দলের তরফে তাকে সাসপেন্ড (Suspend) করার বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের দাবি, মহুয়াকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। তাকে জানিয়ে দেওয়া হয়েছে—এটাই তার শেষ সুযোগ।
আরও পড়ুন:- SSC Protest: অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা
নির্বাচনের আবহে (Election 2024) তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে ফের শুরু হয়েছে চাপানউতোর। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (Election Commission of India) গিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আর সেখানেই দু’জনের মধ্যে তীব্র বচসা বাধে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের মধ্যে এই বাদানুবাদের সময় একপর্যায়ে মহুয়া মৈত্র নাকি কর্তব্যরত বিএসএফ কর্মীকে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় ওঠে। এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের সামনে সাংবাদিক বৈঠক ডাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শুধু মহুয়া মৈত্রকেই নয়, বরং দলেরই প্রবীণ নেতা সৌগত রায় (Saugata Roy) এবং কীর্তি আজাদ (Kirti Azad)-এর বিরুদ্ধেও মুখ খোলেন। দলের অন্দরের সমস্যা প্রকাশ্যে এনে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেন কল্যাণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা ধরে দলের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে জানা যায়, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরো ঘটনার উপর নজর রেখেছেন। তিনি নিজে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিয়েছেন বলে খবর। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনও রকম রেয়াত করা হবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের আরও দাবি, মহুয়াকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি তিনি আচরণে পরিবর্তন না আনেন এবং সংযম না দেখান, তবে তার বিরুদ্ধে দল চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এমনকী তাকে সাসপেন্ড (Suspension from TMC) করতেও পিছপা হবে না দল।