নিউজ পোল ব্যুরো: দফায় দফায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও, বাস্তবে দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে তেমন কোনো বৃষ্টির দেখা মিলছে না (West Bengal Rain)। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে এই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। একদিকে যেমন নেই বৃষ্টি, অন্যদিকে তীব্র দাবদাহে জেরবার হয়ে উঠেছে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে, সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে আবহাওয়া দপ্তর আবারও জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির (Rain and Thunderstorm Alert) সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ (Low Pressure Area) তৈরি হয়েছে, যা ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে (Well-Marked Low Pressure) রূপ নিয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এরপর এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবেই রাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টির পালা।
আরও পড়ুন:- Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই (11 April Weather Forecast) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে। শুক্রবার ও শনিবার, অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলতে পারে। কলকাতাতেও ভারী নয়, তবে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা থাকছে (West Bengal Rain)। এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্প (Humidity) বাড়তে থাকায় অস্বস্তি কাটবে না খুব একটা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z
উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতিও আলাদা নয়। বুধবার রাতে কোচবিহার সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (West Bengal Rain) সঙ্গে সঙ্গে চলবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উত্তরে আগামী দুই দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সবমিলিয়ে বলা যায়, সপ্তাহের শেষভাগে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং দাবদাহের হাত থেকে এখনই পুরোপুরি মুক্তি পাওয়া যাচ্ছে না।