নিউজ পোল ব্যুরো: রামনবমীর (RamNavami) উত্তাপ এখনও ম্লান হয়নি। তার মধ্যেই আবার হনুমান জয়ন্তীকে (Hanuman Jayanti) ঘিরে কলকাতা (Kolkata) রাজনীতির নতুন আবহ। শোভাযাত্রা ও অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একের পর এক মামলা দায়ের হয়েছে। বিজেপি (BJP) ঘনিষ্ঠ সংগঠন ও নেতা-নেত্রীরা এই উদ্যোগের পেছনে রয়েছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তিনটি মামলাতেই অনুমতি দিয়েছেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে।
আরও পড়ুন: Sankrail Incident: ব্লকের বিডিওই নিলেন শিক্ষাদানের দায়িত্ব!
প্রথম মামলায় ১২ এপ্রিল কলেজ স্ট্রিট হনুমান মন্দির (Hanuman Jayanti) থেকে হরি ঘোষ স্ট্রিটের হনুমান মন্দির পর্যন্ত শোভাযাত্রার অনুমতি পেয়েছে ‘হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি’। আদালতের (Court) স্পষ্ট নির্দেশ, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে এই শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। ধাতব অস্ত্র ব্যবহার নিষিদ্ধ, শুধুমাত্র পিভিসির প্রতীকী অস্ত্র চলবে। ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকলেও, ৫টি মাইক্রোফোন ও ৪টি বাইক ও গাড়ি ব্যবহারের অনুমতি মিলেছে। জনসমাগম সীমিত রাখা হয়েছে ২০০-২৫০ জনের মধ্যে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার সম্ভাবনা রাজনৈতিক মহলে নতুন বার্তা বহন করছে।
দ্বিতীয় ও তৃতীয় মামলায় বাঁশদ্রোণীর দুটি অনুষ্ঠানিক কর্মসূচিকে ছাড়পত্র দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। সতীন্দ্রপল্লি ও শিশুভারতী মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত হবে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠান। পুরসভার অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (Court)। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথাও বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজ্য প্রশাসন ও আদালতের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূল (TMC) সরকারের সঙ্গে সংঘাতে নামার প্রস্তুতিতে বিজেপি। ধর্মীয় আবেগকে সামনে রেখেই রাজনীতির মাঠ গরম রাখার রণকৌশলে এগোচ্ছে বলেই অনেকে মনে করছেন।