Today Bengal Weather Forecast: ১৫ তারিখ পর্যন্ত আর গরম নয়! দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পূর্বাভাস মিস করবেন না!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সূর্যের প্রখর তাপে পুড়ছিল গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। দিনের পর দিন অসহ্য দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। সকাল থেকে সন্ধে—গরমের জ্বালায় যেন নিঃশ্বাস ফেলার উপায় ছিল না। কলকাতা (Today Bengal Weather Forecast) থেকে শুরু করে শহরতলি এবং গ্রামাঞ্চল—সবত্রই ছিল একই চিত্র। তবে সপ্তাহের মাঝামাঝি কিছুটা রেহাই মিলেছে বঙ্গবাসীর জন্য। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টি যেন অস্বস্তির মাঝে স্বস্তির ছোঁয়া নিয়ে এসেছে।

আরও পড়ুন:- WB Weather Update: বুধবার থেকে রাজ্যে বৃষ্টি, জানুন কতদিন চলবে!

আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Districts of South Bengal) বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া (Thunderstorm and Rainfall) হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইেছে দমকা হাওয়া (Gusty Wind)। কলকাতাসহ (Kolkata Rain) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad)—এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Lightning and Thunderstorm) হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে অন্তত আগামী ১৫ এপ্রিল (Till 15th April) পর্যন্ত অব্যাহত থাকতে (Today Bengal Weather Forecast) পারে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-সহ বৃষ্টির (Rain Forecast in Bengal) সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না, মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে বলেই অনুমান করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রার গ্রাফে নেমে এসেছে কিছুটা স্বস্তির বার্তা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে (Temperature Drop in Kolkata) আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। যদিও তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের (Humidity in Air) পরিমাণ অত্যধিক থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity Discomfort) বজায় থাকবে। অন্যদিকে, (Today Bengal Weather Forecast) উত্তরবঙ্গের (North Bengal Weather Update) আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পঙে (Kalimpong) হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদা (Malda) জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা