Hanuman Jayanti: জলপাইগুড়ির হনুমান মন্দিরে এমন দৃশ্য আগে দেখেছেন?

জেলা রাজ্য

শ্যামল নন্দী, বারাসাত: আজ শনিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। আজকের দিনটি শুধু একটি উৎসব নয়, এক অদম্য শক্তির প্রতীক। যাঁর জন্মদিন উপলক্ষে আজ সমগ্র ভারতবর্ষ মেতে উঠেছে পূজো, প্রার্থনা ও স্মরণে। তিনি শুধু রামভক্ত নন, তিনি আত্মনিবেদিত এক আদর্শ সেবক, যাঁর সাহস, আনুগত্য ও ভক্তি আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে এই দিনটি। হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) শুভপূণ্য তিথিতে প্রাচীন মাসকালাই বাড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে সকাল হতেই ভক্তদের ঢল নামে। সূর্য প্রখর হলেও ভক্তদের উৎসাহে তার প্রভাব অদৃশ্য। সকলেই যেন রামভক্ত হনুমানের আশীর্বাদ লাভে নিবেদিত প্রাণ। পুজো, পাঠ ও সংকীর্তনের মধ্য দিয়ে জেগে ওঠে এক আত্মিক স্পন্দন।

আরও পড়ুন: Hanuman Jayanti 2025: জানেন কি? কেন দুবার পালিত হবে হনুমান জয়ন্তী?

জলপাইগুড়ি (Jalpaiguri) কদমতলা সহ বিভিন্ন মন্দিরেও একইভাবে আয়োজিত হয় পুজো অর্চনা। মন্দির প্রাঙ্গণে ছিল সুচারু নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিশেষ ব্যবস্থা। আট থেকে আশি, শিশু থেকে বৃদ্ধ সকলের মুখে ছিল উৎসাহের আলো। বিশেষ করে যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: Howrah Incident: কেরিয়ারের বদলে লোহার বেড়ি! বাবার হাতে মেয়ের স্বপ্ন খুন

এই পবিত্র দিনে উপস্থিত ছিলেন ঋষিকেশ থেকে আগত স্বামী ভারতভূষণ দাসজি মহারাজ। যিনি পঞ্চমুখী হনুমান মন্দিরে (Hanuman Temple) ধর্মোপদেশ দেন ও বিশ্বশান্তির কামনা করেন। তিনি বলেন, “শক্তি, সাহস ও সেবার প্রতীক পঞ্চমুখী হনুমান। তাঁর আরাধনাই পারে সমাজে শান্তি ও সহমর্মিতার বীজ বপন করতে। আসুন, আমরা সকলেই একসাথে প্রার্থনা করি – যেন ধর্ম, করুণা ও মানবতার আলো আমাদের অন্তরকে আলোকিত করে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT