নিউজ পোল ব্যুরো: ওয়াকফ আইনের (Waqf Bill) বিরোধিতায় উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গায় পরিস্থিতি। আগুন জ্বলছে মুর্শিদাবাদে (Murshidabad)। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সেই চরম বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদনেই সাড়া দিল কলকাতা হাই কোর্ট। অশান্ত মুর্শিদাবাদে (Murshidabad) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত (high court)।
শুভেন্দু অধিকারীর আবেদনের পরেই শনিবারই বিকেল সাড়ে চারদে নাগাদ বসে স্পেশাল বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হয়েছে। তার পরেই হল রায়দান। আদালত নির্দেশ দিয়েছে সুতি-সামসেরগঞ্জে অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও একই আবেদন করেন।
আরও পড়ুনঃ Mamata On Waqf Bill: শান্ত ও সংযত থাকুন, উত্তাপের আবহে বার্তা মমতার
মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনা ঘিরে উত্তাপ বেড়েই চলেছে শনিবার গুজব বা অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন ডিজি রাজীব কুমার। ডিজি রাজীব কুমার স্পষ্ট বলেছেন, “সরকারের দিক থেকে স্পষ্ট বলা আছে কোনওরকম গুন্ডাগিরি বরদাস্ত করা যাবে না। আমরা শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করছি। কোনও গুজবে কান দেওয়া যাবে না। অশান্তি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখন প্রথম কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।”
অন্যদিকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রীও। তিনি জানান, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যাঁরা করছেন তাঁরা সমাজের ক্ষতি করছেন।” মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT