Murshidabad: সামশেরগঞ্জে রক্তাক্ত সংঘর্ষে উত্তাল জাফরাবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চরম উত্তেজনায় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ ব্লকের রানিপুরের (Ranipur) জাফরাবাদ গ্রাম। সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, সংঘর্ষের আবহে এক বাবা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয় ঘটনার পর দুষ্কৃতীরা এলাকার একাধিক বাড়ি, টোটো ও সম্পত্তি আগুন দিয়ে ভস্মীভূত করে দেয়।

আরও পড়ুন: Waqf Protest: মুর্শিদাবাদে ওয়াকফ বিতর্ক ঘিরে অশান্তি! কড়া বার্তা ডিজিপি-র

ঘটনার জেরে গোটা এলাকা (Murshidabad) কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ (BSF)। তবে প্রশ্ন উঠছে, ঘটনার সময়ে পুলিশ (Police) কোথায় ছিল? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার আগেই একাধিকবার পুলিশের কাছে সাহায্যের আবেদন করা হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে (Murshidabad) পৌঁছালে, ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা দেহ তোলার কাজে বাধা দেন এবং নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তোলেন।

একজন স্থানীয় যুবক বলেন, “আমরা বারবার ফোন করেছি থানায়, কেউ সাড়া দেয়নি। এখন দেহ তুলতে এসেছে পুলিশ, কিন্তু আমাদের সুরক্ষা কোথায়?” এক মহিলার বক্তব্য, “বাচ্চাদের নিয়ে আমরা সারা রাত লুকিয়ে ছিলাম। শুধু বিস্ফোরণ আর আতঙ্ক ছিল চারপাশে। পুলিশ তখনও আসেনি।”

এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) সাংবাদিক সম্মেলনে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, “রাজ্যে শান্তি বজায় রাখতে সকলকে সচেতন থাকতে হবে। আইন নিজের হাতে নেওয়া চলবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) শান্তির বার্তা দিয়েছেন এবং বলেছেন, “বাংলায় শান্তির পরম্পরা কেউ নষ্ট করতে পারবে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র শান্তির বার্তা যথেষ্ট নয়। আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণই হতে পারে মানুষের আস্থা ফিরিয়ে আনার একমাত্র উপায়।