Nagpur Factory Explosion: অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ!

দেশ

নিউজ পোল ব্যুরো: শনিবার মহারাষ্ট্রের নাগপুর জেলার উমরার তালুক এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় (aluminium foil factory) ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু শ্রমিক (Nagpur Factory Explosion)। আহতদের মধ্যে ৬ জনকে নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানান, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে ৮৭ জন শ্রমিক উপস্থিত ছিলেন। কারখানার পলিশিং ও টাবিং ইউনিট (polishing and tubing unit)-এ হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার তীব্রতায় চারপাশ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে দূরবর্তী এলাকাতেও তা শোনা যায়। আগুনের তীব্রতা আর কালো ধোঁয়ার কারণে শ্রমিকরা হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:- Virat Kohli: ৮ বছরের সম্পর্কে ইতি! কোহলির জীবনে বড়সড় পরিবর্তন

ঘটনার (Nagpur Factory Explosion) খবর পাওয়া মাত্রই fire brigade এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানান, পরিস্থিতি এখনও বিপজ্জনক, তাই কারখানার ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ নিরাপদ নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত (investigation) শুরু হবে।পুলিশ পরিদর্শক ধনজি জলক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্তের মাধ্যমে তা পরিষ্কার হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কারখানার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। অনেকেই তাপ এবং ধোঁয়ায় দগ্ধ হন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই মুম্বইয়ের এলবিএস রোডের ফিনিক্স মলের ছাদে fire incident ঘটেছিল, যদিও সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, গত ১ এপ্রিল গুজরাটের বনসকাঁথা জেলার একটি বাজি কারখানায় (fireworks factory) বিস্ফোরণে ২০ জন প্রাণ হারান। নাগপুরের এই দুর্ঘটনা (Nagpur Factory Explosion) ফের শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলের পরিদর্শন করে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।