নিউজ পোল ব্যুরো: ফ্যাশন (Fashion) শুধু স্টাইল (Style) নয়, তা সময়ের সঙ্গে বদলে যাওয়া এক শিল্প। সেই শিল্পের অনন্য এক উদযাপন দেখা গেল শুক্রবার (Friday) সল্টলেকের (Saltlake) এক পাঁচতারা হোটেলের ঝলমলে পরিবেশে। যেখানে অনুষ্ঠিত হলো NIF Global Salt Lake-এর বার্ষিক ফ্যাশন শো — Elixir ২০২৫।

এই সন্ধ্যায় (Saltlake) মঞ্চে আলো ছড়াল ভবিষ্যতের ফ্যাশন আইকনরা। ফ্যাশন ইনস্টিটিউটের (Fashion Institute) প্রায় ১৭০ জন গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট দীর্ঘ সাড়ে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন একের পর এক অনবদ্য পোশাক। সেই ডিজাইনেরই ঝলক ছিল ১৯টি ভিন্ন থিমে সাজানো সিকুয়েন্সে, যেখানে ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রতিটি অঞ্চল, সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া ফুটে উঠেছে র্যাম্পে।
আরও পড়ুন: Dev-Subhashree: দেব-শুভশ্রীকে নিয়ে ঋতুপর্ণ ঘোষের সেই সিক্রেট প্ল্যান!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের দুই পরিচালক সহদেব চৌধুরী ও রতন চৌধুরী এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট জন সেনগুপ্ত। বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন Medhavi Skills University-এর চ্যান্সেলর প্রাভেশ দুদানী, খ্যাতিমান বলিউড ফ্যাশন ডিজাইনার Ashley Rebello, টলিউডের (Tollywood) জনপ্রিয় মুখ নুসরাত জাহান (nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta), যাঁরা সকলেই ছাত্রছাত্রীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
ফ্যাশন শো’র (Fashion Show) অন্যতম আকর্ষণ ছিল ‘সুন্দরবনের ইতিকথা’ নামক একটি থিম-ভিত্তিক সিকুয়েন্স, যা পরিবেশ ইতিহাস ও আঞ্চলিক শিল্পের মেলবন্ধনে তৈরি এক ভিজ্যুয়াল কবিতা। এছাড়াও মন কেড়ে নেয় ‘Unsung Fashionistas’, ‘Patangbaazi’, ‘Baroque Maharani’, ‘Palm Manuscript’, ‘Monoline Muse’, ‘Hues Of Fate’ ও ‘Celestial Strings’ নামের সৃজনশীল কালেকশনগুলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ফ্যাশন শো (Fashion Show) নিয়ে জন সেনগুপ্ত (John Sengupta) জানান, “এই প্রজন্ম ভাবনার দিক থেকে অনেক এগিয়ে। তারা শুধু ফ্যাশন নয়, তাদের শিকড়, সংস্কৃতি, পরিবেশ সব কিছুকেই তুলে ধরতে চায় ডিজাইনের মাধ্যমে।”

অ্যাশলে রেবেলো (Ashley Rebello) জানান, “কলকাতার (Saltlake) এই শিক্ষার্থীরা অসাধারণ প্রতিভাবান। এদের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রইল।”