Saturday Horoscope: কাজের নতুন সুযোগ? এই পূর্ণিমায় কোন রাশির উন্নতি?

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ১২ এপ্রিল ২০২৫, চৈত্র মাসের পূর্ণিমা তিথি। এই দিন সকাল থেকেই চাঁদ কন্যা রাশিতে Virgo অবস্থান করবে এবং পূর্ণিমা তিথি (Full moon day) রাত্রি জুড়ে বজায় থাকবে। জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে কাল ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগ কার্যকর থাকবে, যা দিনটিকে বিশেষ শক্তিশালী করে তুলবে। একইসঙ্গে হস্তা ও চিত্রা এই দুই নক্ষত্রের প্রভাবও কালকের দিনটিকে প্রভাবিত করবে। শনিবার (Saturday) শনিদেবের পবিত্র দিন হওয়ায় ধর্মীয় ও জ্যোতিষীয়ভাবে এ দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। জেনে নিন, কোন রাশির (Saturday Horoscope) জাতকদের জন্য আগামীকাল হয়ে উঠতে চলেছে সৌভাগ্যময় ও সাফল্যমণ্ডিত।

আরও পড়ুন: Friday Horoscope: মেষ থেকে কুম্ভ,কাদের ভাগ্যে রাজযোগ?

কর্কট রাশি: এই রাশির (Cancer) জাতক-জাতিকারা ভাগ্যর সহায়তায় অনেকটা এগিয়ে যাবেন (Saturday Horoscope)। কর্মক্ষেত্রে আশাতীত সাফল্য আসতে পারে এবং কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলাপ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দায়িত্ব (Family responsibilities) দক্ষতার সঙ্গে পালন করবেন এবং মানসিক শান্তিও বজায় থাকবে।

কন্যা রাশি: আজ আপনি (Saturday Horoscope) বুঝতে পারবেন কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং সেই অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক লাভের (Financial gain) সম্ভাবনা রয়েছে। চৈত্র পূর্ণিমায় আপনার খ্যাতি ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (Decision) গ্রহণের ক্ষেত্রে যুক্তিবুদ্ধি কাজে লাগালে ফলাফল হবে ইতিবাচক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তুলা রাশি: হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) প্রভাবে আপনার দাম্পত্য জীবনে (Married Life) প্রেম ও সৌহার্দ্যের নতুন সূচনা ঘটতে পারে। যারা সরকারি চাকরিতে রয়েছেন, তাদের জন্য এটি উপযুক্ত সময়। নতুন ব্যবসা (Business) শুরু করার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক প্রশান্তি দেবে। তবে বাবার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

বৃশ্চিক রাশি: শনিবার (Saturday) আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে গ্রহের অনুকূল অবস্থানের কারণে সাফল্য অর্জিত হবে। পরিবারের কাছ থেকে সারপ্রাইজ (Surprise) পেতে পারেন, এবং সামাজিক মর্যাদা বাড়তে পারে। সমাজসেবামূলক কর্মকাণ্ডে আপনার ভূমিকা প্রশংসিত হবে।

মীন রাশি: লক্ষ্মী-নারায়ণ যোগের প্রভাবে কর্মস্থলে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কোনও সিনিয়র মহিলা সহকর্মীর সহযোগিতায় সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে। বহুদিন ধরে চলা লোন সংক্রান্ত জটিলতা অবশেষে মিটে যেতে পারে। তবে অহেতুক খরচের দিকে খেয়াল রাখা দরকার। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম করা উপকারী হবে।