Srijit Mukherjee: বয়স শুধু একটা সংখ্যা! সৃজিতের নতুন ছবি নিয়ে তোলপাড়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যেন আবারও প্রমাণ করলেন, বয়স কখনও আবেগ, প্রেম কিংবা সৃষ্টিশীলতার পথে বাধা হতে পারে না। তার নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’ (Kill Bill Society Bengali Movie) মুক্তি পেয়েছে সম্প্রতি, আর প্রথম দিনেই নন্দনে (Nandan Theatre) হাউজফুল শো-তে দর্শকের ভালবাসায় ভেসে গিয়েছে ছবিটি। ছবিটি শুধু একটি থ্রিলার নয়, বরং জীবনের হতাশা থেকে পুনরুজ্জীবনের (mental health awareness in films) গল্পও বটে। ছবির প্রেক্ষাপট মানসিক অবসাদ (depression) এবং সেই অবসাদ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই জানালেন, এই ছবি অনেকের মতো তাঁর নিজের জীবন থেকেও অনুপ্রাণিত। এক সাংবাদিক সম্মেলনে তিনি অকপটে স্বীকার করলেন, “৪৭ বছর বয়সে প্রেমে পড়ে তিনটে গান লিখে ফেলেছি।” এই প্রেম, এই আবেগই তাকে আবার নতুন করে সৃষ্টি করতে সাহায্য করেছে।

আরও পড়ুন:- Dev-Subhashree: দেব-শুভশ্রীকে নিয়ে ঋতুপর্ণ ঘোষের সেই সিক্রেট প্ল্যান!

সৃজিতের (Srijit Mukherjee) কথায়, “মানসিক অবসাদ যে কারও জীবনে আসতেই পারে। সেটা লুকিয়ে রাখা নয়, বরং তাকে মোকাবিলা করাটাই সবচেয়ে জরুরি। নিজের লড়াই নিজেকেই চালিয়ে যেতে হয়। কেউ যদি অনুভব করে যে একা পারছে না, তাহলে পেশাদার সাহায্য (professional help for depression) নেওয়া একদম স্বাভাবিক।” এই বার্তাই তিনি দিয়েছেন ‘কিলবিল সোসাইটি’ ছবির শেষ দৃশ্যে। যেখানে রূপম ইসলাম (Rupam Islam) ও সিধুর (Sidhu) গলায় একটি গান—যার প্রতিটি লাইনে লুকিয়ে রয়েছে এক সাহসী বার্তা- “জীবনের কিনারায় দাঁড়ালেও, কেউ একজন হাত বাড়িয়ে দিলে, ফের ফিরে আসা সম্ভব।”এই ছবি তৈরির নেপথ্যে আরও এক গভীর অনুভব কাজ করেছে। এক সময়ে সৃজিত নির্মাণ করেছিলেন ‘হেমলক সোসাইটি’ (Hemlock Society Bengali Movie), একটি জনপ্রিয় ছবি, যেটি আত্মহত্যা প্রবণতা ও জীবনের অর্থ নিয়ে ভাবায়। আজ জানালেন, সেই ছবির নেপথ্যেও ছিল এক প্রেম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

“আমার এক প্রাক্তন প্রেমিকা ছিলেন, যিনি চরিত্রে আনন্দ করের মতো। সেই ছবিটা তাঁকেই উৎসর্গ করেছিলাম। শুধু চরিত্রে জেন্ডার বদলে আনন্দ কর করেছিলাম। এবার ‘কিলবিল সোসাইটি’তেও আমার জীবনের আর একটি প্রেম অনুপ্রেরণা দিয়েছে।” যদিও এই প্রেমিকার নামটি তিনি প্রকাশ করেননি, কিন্তু বোঝা গেল, এই প্রেম তার জীবনে যেমন আবেগ জুগিয়েছে, তেমনই সৃষ্টিশীলতার খোরাকও হয়ে উঠেছে। তার (Srijit Mukherjee) কথায়, “অবসাদ থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো পথ, চুটিয়ে প্রেম করা।” প্রথম দু’দিনেই বক্স অফিস রিপোর্ট(Bengali Box Office Collection 2025) বলছে, ‘কিলবিল সোসাইটি’ এই বছরের বাংলা ছবির তালিকায় বেশ ভাল জায়গা করে নিচ্ছে। দর্শক এই ছবিকে শুধুই থ্রিলার হিসেবে নিচ্ছেন না, বরং এক ধরনের আত্মোপলব্ধির সিনেমা হিসেবেই দেখছেন।ছবির নামের মধ্যে ‘Kill Bill’-এর মতো হলিউড রেফারেন্স থাকলেও, এটি সম্পূর্ণ স্বতন্ত্র এক বাংলা সিনেমা—যার অন্তর্নিহিত বার্তা ‘জীবন শেষ হয়ে যায় না, যদি কেউ থাকে পাশে দাঁড়ানোর মতো। ’ছবির গানে, সংলাপে, এবং গল্পে ছড়িয়ে আছে সেই বার্তা। আর তার প্রেরণা, সৃজিতের নিজের জীবনের সেই অপ্রকাশিত প্রেম—যে প্রেমে ভর করেই ৪৭ বছর বয়সে তিনি লিখেছেন তিনটি গান।