Waqf Protest: মুর্শিদাবাদে ওয়াকফ বিতর্ক ঘিরে অশান্তি! কড়া বার্তা ডিজিপি-র

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ওয়াকফ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান (Dhuliyan)। অশান্ত পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। একের পর এক ঘটনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ (Waqf Protest)। বৃহস্পতিবার গভীর রাতে সুতিতে (Suti) গুলিবিদ্ধ হয় এক সপ্তম শ্রেণির ছাত্র। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে, একই ঘটনায় এক যুবকও গুলিবিদ্ধ হন। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Sub-divisional Hospital) ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ওই যুবকের অবস্থাও সংকটজনক। হাসপাতাল সূত্র জানাচ্ছে, দু’জনের শরীরেই গুলি লেগেছে এমন জায়গায়, যা প্রাণঘাতী হতে পারে। এই ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ধুলিয়ান এবং সুতির বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সরকারি সম্পত্তি (Government Property Damage)। পুলিশের একাধিক বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

আরও পড়ুন:- Nawsad Siddique: ভয়াবহ দুর্ঘটনার পর কেমন আছেন ভাঙড়ের বিধায়ক?

এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার (DGP Rajeev Kumar)। তিনি কড়া ভাষায় বলেন, “কোনওরকম গুন্ডামি বরদাস্ত করা হবে না (Police Strict Action)। যারা অশান্তি ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে (Waqf Protest) কঠোরতম ব্যবস্থা।” তিনি আরও বলেন, “মানুষের আবেগ নিয়ে খেলা করার চেষ্টা চলবে না। কেউ যেন কোনও গুজব ছড়াবেন না (Rumour Alert)। আর কেউ গুজবে কান দেবেন না। পরিস্থিতি মারাত্মক হতে পারে।” ডিজিপি সতর্কবার্তা দিয়ে বলেন, “আইন হাতে তুলে নেওয়া যাবে না। কেউ যদি এমন করেন, তাঁর বিরুদ্ধে পুলিশ দৃঢ় পদক্ষেপ নেবে (Law and Order, Public Safety)।” রাজীব কুমার স্পষ্ট ভাষায় জানান, “পুলিশ তার কাজ করছে। যারা দোষী, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। হিংসা রুখতে যা যা করণীয়, সবটাই করা হবে।” তিনি পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করেন, “সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব (Public Protection)। কেউ যদি হিংসা ছড়ায়, তাহলে দেখামাত্র কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজ্যের প্রশাসনের তরফ থেকেও স্থানীয়দের প্রতি (Waqf Protest) বার্তা দেওয়া হয়েছে— আইন নিজের হাতে তুলবেন না, শান্তি বজায় রাখুন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াকফ সংক্রান্ত যে কোনও সমস্যা আইনি পথে সমাধান করা হোক, হিংসায় নয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে এখন নজরদারিতে রাখা হয়েছে পুলিশ পিকেট। স্থানীয় প্রশাসনের মতে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে তারা আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই ধুলিয়ান ও সুতিতে শান্তি ফিরবে।