Yash-Nusrat: মা-ছেলের সম্পর্কের রঙিন ছায়াপট

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কলকাতার রূপালী পর্দায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এক দারুণ সংবেদনশীল সম্পর্কের গল্প নিয়ে তৈরি ছবি ‘আড়ি’ (Ari Bengali Movie 2025)। সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান আর নিঃস্বার্থ ভালোবাসায় গাঁথা এই সিনেমা এক মা ও ছেলের অসাধারণ বন্ধুত্বের কাহিনি তুলে ধরবে। মুখ্য চরিত্রে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee), যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান (Yash-Nusrat)-কে। এই চলচ্চিত্রের প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ ও নুসরতের নিজস্ব প্রযোজনা সংস্থা YD Films (YD Films Bengali Production House), এবং পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী (Jeet Chakraborty)। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৫ এপ্রিল, ২০২৫ (Ardi Release Date April 25, 2025)।

আরও পড়ুন:- Srijit Mukherjee: বয়স শুধু একটা সংখ্যা! সৃজিতের নতুন ছবি নিয়ে তোলপাড়

সম্প্রতি NIF Global Salt Lake Elixir 2025-এ উপস্থিত হয়ে যশ ও নুসরত ভাগ করে নেন তাঁদের অভিজ্ঞতার কথা। যশ জানান, “এই ছবির প্রেরণা আমাদের নিজেদের পরিবার, আমাদের বাবা-মা। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের ছায়া ছড়িয়ে আছে প্রতিটি দৃশ্যে। এমনকী ছবির প্রথম ক্ল্যাপ দিয়েছিলেন নুসরতের মা নিজে।”নুসরত বলেন, “আজকের ব্যস্ত জীবনে আমরা বাবা-মাকে গুরুত্ব দিই না, ভাবি ওঁরা তো সব বোঝেন। কিন্তু সব সময় বোঝা যায় না। সম্পর্কগুলো আজকাল অনেকটাই ফাঁপা হয়ে গেছে। ‘আড়ি’ সেই সম্পর্কেই ফের বন্ধনের বার্তা দেবে।”

ছবির ট্রেলার (Ardi Movie Trailer) ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকদের মধ্যে আবেগের জোয়ার তুলেছে। প্রথম ঝলকেই দেখা যায়, মা-ছেলের দুষ্টু-মিষ্টি সম্পর্ক। কিন্তু ট্রেলারে (Yash-Nusrat)ধীরে ধীরে উন্মোচিত হয়েছে এক ডিমেনশিয়ায় আক্রান্ত মা এবং ছেলের একা লড়াইয়ের করুণ কাহিনি। মৌসুমীর চরিত্রটি একসময় সব স্মৃতি হারিয়ে ফেলে, ভুলে যায় নিজের ছেলেকেও। কখনও তাকে স্বামী ভাবে, কখনও আবার আদরের ছোট্ট ছেলে। যশের চরিত্রটি অক্লান্তভাবে মাকে আগলে রাখে, রান্নাবান্না থেকে শুরু করে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এমন আবেগঘন মুহূর্তেই গল্পে প্রবেশ ঘটে এক লেখিকা অর্থাৎ নুসরতের চরিত্রের (Nusrat Jahan Writer Character), যিনি যশের জীবনের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়ে যান। তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের ভাঁজেই সিনেমার কাহিনির মোড় ঘোরে। এছাড়াও সিনেমায় দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick in Ari)-কে সম্ভবত খলচরিত্রে, এবং দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya) কে স্থানীয় ডনের ভূমিকায়। এছাড়াও রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উন্মেষ গঙ্গোপাধ্যায় (Unmesh Gangopadhyay) এবং আইটেম গার্ল চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee Item Song in Ari)।

Movie Trailer:- https://youtu.be/ASpelIOtIgM?si=v5N14Zx0XsQVbMuX

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ট্রেলারে যেভাবে সংলাপগুলোকে সাজানো হয়েছে, তা দর্শকদের মধ্যে আবেগ সৃষ্টি করার জন্য যথেষ্ট। মৌসুমী চট্টোপাধ্যায়ের মুখে জনপ্রিয় ছড়া ‘রাগ করে না রাগুনি’ নতুন আঙ্গিকে ফিরে এসেছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর ডায়লগ ‘মারব এখানে, লাশ পড়বে…’-কে এক অন্যরকম টুইস্টে ব্যবহার করা হয়েছে। নুসরত জানিয়েছেন, এই ছবির টাইটেল ট্র্যাক দেখে তার বাবা প্রথমবার যশকে একটি হার্ট ইমোজি পাঠিয়েছিলেন। যশ সঙ্গে সঙ্গে বলেন, “এটা সচরাচর হয় না নয়, এটা এই প্রথমবার হল।” সব মিলিয়ে, ‘আড়ি’ এমন একটি সিনেমা যা মা-ছেলের ভালোবাসা, দায়িত্ব, এবং মানসিক লড়াইয়ের গল্প বলবে। ছবিটি দর্শকদের কখনও হাসাবে, কখনও কাঁদাবে – এমনই ইঙ্গিত মিলেছে ট্রেলারে (Yash-Nusrat)। এবার দেখার পালা, ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে ‘আড়ি’ মুক্তির পর দর্শক কতটা আপন করে নেন এই কাহিনিকে।